জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব চুয়াডাঙ্গার নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হয়েছেন রসায়ন বিভাগের শিক্ষার্থী মো. মামুন হাসান এবং সাধারণ সম্পাদক হয়েছেন সরকার ও রাজনীতি বিভাগের সজিব হাসান সাজ।
কমিটিতে সহসভাপতি হয়েছেন সাব্বির আহমেদ, সাথিয়া রহমান সাথি, বিউটি, ইমরান হোসাইন, মিমি ও অনন্যা জান্নাত, যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মোস্তাফিজুর রহমান, দেলোয়ার হোসেন, মারিয়া আক্তার, সোনিয়া, সাইফুজ্জামান সাইফ, কাওসার ও সীমান্ত বুলবুল সজল, সাংগঠনিক সম্পাদক হয়েছেন ইমন মাহমুদ ও মারুফ হাসান, সহসাংগঠনিক সম্পাদক হয়েছেন সজিব হোসেন ও আফরোজ মুমু, কোষাধ্যক্ষ হয়েছেন কামরুল হাসান এবং উপ কোষাধ্যক্ষ হয়েছেন নাজমুল হোসেন।
অন্যান্য সম্পাদকীয় পদগুলোতে রয়েছেন দফতর সম্পাদক এসএম যুনাইদ, উপ-দফতর সম্পাদক জাহিদ বিন হার, প্রচার সম্পাদক সাফায়েত হাসান রাজন, উপ-প্রচার সম্পাদক নাফিজ ইকবাল, সাংস্কৃতিক সম্পাদক মাহমুদ অন্তু, উপ-সাংস্কৃতিক সম্পাদক মারিয়া তুন নূর ও অনুপম রায়, ছাত্র বিষয়ক সম্পাদক আরাফাত, উপ-ছাত্র বিষয়ক সম্পাদক সবুজ রানা, ছাত্রীবিষয়ক সম্পাদক মিম রিতু, উপ-ছাত্রী বিষয়ক সম্পাদক নাফিসা তারান্নুম মিম, পরিবেশ বিষয়ক সম্পাদক ফাতেমাতুল জান্নাত ঊর্মি, উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক তামিম, গণযোগাযোগ সম্পাদক ফারুক হোসাইন, উপ-গণযোগাযোগ সম্পাদক ফারিয়া আফরিন, তথ্য ও যোগাযোগ সম্পাদক ওয়াহিদ তপন এবং উপ-তথ্য ও যোগাযোগ সম্পাদক শামিম পারভেজ।
এছাড়া সমাজসেবা সম্পাদক পদে তানিয়া, উপ-সমাজসেবা সম্পাদক পদে সীমন্তি, ছাত্রকল্যাণ সম্পাদক পদে মো. শাহিন আলী, উপ-ছাত্রকল্যাণ সম্পাদক পদে তানজিদ রিচ, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে আসয়াদ সাওম, উপ-বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে নাহিদ তমাল রোমান, ক্রীড়া সম্পাদক পদে মেহেদি হাসান ইতু, উপ-ক্রীড়া সম্পাদক পদে মাসুদ রানা পাইলট, আপ্যায়ন সম্পাদক পদে রৌদুসি, উপ-আপ্যায়ন সম্পাদক পদে ঋজু আহমেদ, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক পদে সানজিদা শারমিন জুঁই, উপ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক পদে আকাশ, ত্রাণ দুর্যোগ ও স্বাস্থ্য সম্পাদক পদে সোহাগ রানা, উপ-ত্রাণ দুর্যোগ ও স্বাস্থ্য সম্পাদক পদে তাসমিনা মিতু এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে ইশতিয়াক আহমেদ জিসান নির্বাচিত হয়েছেন।
কমিটিতে কার্যকারী সদস্য হিসেবে রয়েছেন ফরহাদ হোসেন, নাফিজ রহমান রাতুল, পল্লব কুমার প্রমুখ।