চট্টগ্রামে ব্র্যান্ড শপ চালু করলো মোবাইল ফোন ব্র্যান্ড মটোরোলা। এর মাধ্যমে দেশে প্রথমবারের মতো মটোরোলার ব্র্যান্ড আউটলেট চালু হলো। ৫ নভেম্বর চট্টগ্রামের নাসিরাবাদের সানমার ওশান সিটিতে এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উদ্বোধন করেন দেশে মটোরোলার ন্যাশনাল পার্টনার সেলেক্সট্রা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাকিব আরাফাত এবং সেলেক্সট্রা লিমিটেডের প্রধান বিক্রয় কর্মকর্তা আসিফুর রহমান খান।
এ সময় উপস্থিত ছিলেন সানমার ওশান সিটি শপিং কমপ্লেক্স ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আসাদ ইফতেখার, সিনিয়র সহ সভাপতি শফিকুল ইসলাম চৌধুরী, সহ সভাপতি সাহেদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ আহসানউল্লাহ হাসান প্রমুখ।
সাকিব আরাফাত বলেন, আমরা ক্রেতাদের আগ্রহের কারণে ব্র্যান্ড আউটলেট চালু করলাম। ভালো সাড়া পাচ্ছি।আগামীতে চট্রগ্রামের পাশাপাশি সারাদেশে মটোরোলার ব্র্যান্ড আউটলেট চালু করার পরিকল্পনা রয়েছে৷
মটোরোলার ব্র্যান্ডশপে পাওয়া যাবে মটোরোলার স্মার্টফোন ছাড়াও মটোরোলার লাইফস্টাইল পণ্য, একসেসরিজ ইত্যাদি। ক্রেতাদের জন্য থাকছে আকর্ষণীয় দামে স্মার্টফোন কেনার সুযোগ।
মটোরোলা আরও ব্র্যান্ডশপ চালু করতে কাজ করে যাচ্ছে। শিগগিরই রাজধানী ঢাকায় মটোরোলার একাধিক ব্র্যান্ডশপ চালু হবে বলে উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়।