রবিবার, সেপ্টেম্বর ৮Dedicate To Right News
Shadow

সনির সঙ্গে গাটছড়া বাঁধলেন মিম!

Spread the love

৬ বছরের সম্পর্ক। কিন্তু দেশের তাবৎ মিডিয়ার কেউই তা আঁচও করতে পারেননি। অথচ নিয়মিত টেলিভিশন ও চলচ্চিত্র উভয় মাধ্যমই দাপিয়ে বেড়িয়েছেন তিনি। অবশেষে ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ঘটা রীতিমতো জমকালো অনুষ্ঠান করে মিডিয়ার সকলের সামনে নিজেদের সম্পর্কের অস্তিত্ব জানান দিলেন মিম!

জি হ্যাঁ, পাঠক এতক্ষণ যার কথা বলা হচ্ছিলো তিনি ছোট ও বড় পর্দার অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মিম। আজ ১০ নভেম্বর ছিল মিমের জন্মদিন। জন্মদিনের শেষ বেলাতেই সবচেয়ে বড় সারপ্রাইজটি দিলেন তিনি। এদিন রাত ৯টা ১৫ মিনিটে ফেসবুকে হবু বরের সঙ্গে একটি ছবি শেয়ার করেন মিম। এর ক্যাপশনে বাগদানের বিষয়টিও জানান মিম।

জানা গেছে, মিমের হবু বরের নাম সনি পোদ্দার। শোনা যাচ্ছে তিনি পেশায় একজন ব্যাংকার।

ছবির ক্যাপশনে মিম লেখেন, “আমার সব হাসি তোমার সঙ্গে শুরু হয়েছিল ছয় বছর আগে। আজ একটি বিশেষ দিন, আজ চিরকালের শুরু। এক নতুন অধ্যায়ের সূচনা। অবশেষে এনগেজড।”

এদিকে মিমের বাগদানের অনুষ্ঠানে ফেরদৌস, পূর্ণিমা, ইরফান সাজ্জাদ, সজল সহ শোবিজ জগতের অনেকেই আমন্ত্রিত ছিলেন। আমন্ত্রিতরা মিমের নতুন জীবেনর প্রতি শুভকামনা জানান।

প্রসঙ্গত, ২০০৭ এ লাক্স-চ্যানেল আই সুপারস্টারের বিজয়ীর মুকুট পড়েই মিম মিডিয়াতে নিজের জানান দিয়েছিলেন। আরো নির্দিষ্ট করে বললে প্রয়াত হুমায়ূন আহমেদের “আমার আছে জল” ছবিতে অভিনয় করে দর্শক সমালোচকদের নজর কাড়েন মিম। এরপর গত এক যুগেরও বেশি সময় ধরে চলচ্চিত্র ও টিভি উভয় মাধ্যমেই মিমের বিচরণ ছিল চোখে পড়ার মতো। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ নিজ কাজের জন্য নানা রকম স্বীকৃতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *