নিউজ ডেস্ক :
ইউনানী ঔষধ শিল্পের সমস্যা ও সম্ভাবনা বিষয়ক জাতীয় সেমিনার আয়োজন করে বাংলাদেশ ইউনানী ঔষধ শিল্প সমিতি।
রাজধানীর ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী মিলনায়তনে সোমবার বিকেলে এ সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান।
মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, ইউনানী ওষুধ শিল্পকে শৃঙ্খলার মধ্যে আনা গেলে সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা শতভাগ নিশ্চিত হবে। শুধু মুনাফা নয়, জনকল্যাণই মূল লক্ষ্য হওয়া উচিৎ ইউনানী ওষুধ শিল্পের উদ্যোক্তাদের ।
সেমিনারে অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হামদর্দ বাংলাদেশ এর ব্যবস্থাপনা পরিচালক ও চিফ মোতাওয়াল্লী, হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া, ওষুধ প্রশাসন অধিদপ্তরের উপ-পরিচালক মো. সালাহউদ্দিন।
ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া ইউনানী চিকিৎসকদের চিকিৎসা শাস্ত্রে পারদর্শি হবার আহ্বান জানিয়ে বলেন, মানবসেবার লক্ষ্য থাকলে এই খাত বহুদূর এগিয়ে যাবে ।
ড. ইউছুফ হারুন ভূঁইয়া আশাবাদ ব্যক্ত করে আরো বলেন, সবাইকে অবশ্যই নির্ধারিত গাইড লাইন মেনে ওষুধ তৈরী করতে হবে। সততা, দক্ষতা আর বিশ্বাস থাকলে বাংলাদেশের ইউনানী ওষুধ শিল্পকে দেশের বাইরেও বিস্তৃত করা সম্ভব।