রবিবার, সেপ্টেম্বর ৮Dedicate To Right News
Shadow

জাবির ২৯তম ব্যাচ এ্যালামনাই এসোসিয়েশনের নেতৃত্বে সাদাত-মামুন

Spread the love

মেহেদী মামুন, জাবি সংবাদদাতা

জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের ২৯তম ব্যাচের এ্যালামনাই এসোসিয়েশনের ২০২১-২২ সেশনের নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে দর্শন বিভাগের সাদাত হোসেনকে সভাপতি ও গণিত বিভাগে আল মামুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

২ ডিসেম্বর সকাল ৯টা থেকে ভোট গ্রহন শুরু হয়ে ৩ ডিসেম্বর বিকেল ৩ টা পর্যন্ত অনলাইন মাধ্যমে ও স্বশরীরের ভোট গ্রহণ চলে। ৫ শতাধিক সদস্য এ নির্বাচনে অংশগ্রহণ করে।

কমিটিতে বোরহান উদ্দিন ও মোঃ হাসান ইমাম সহ-সভাপতি পদে, যুগ্ন-সম্পাদক পদে মোঃ সামিউল আনাম সামি, মোঃ বাছির ও মোঃ রেজওয়ান আহমেদ রাজন এবং সাংগঠনিক সম্পাদক পদে অনন্যা জুলফিকার শাওলী নির্বাচিত হয়েছেন

১৭ সদস্য বিশিষ্ট এ কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সাইফুল ইসলাম (কোষাধ্যক্ষ), মোঃ মাহবুবুল ইসলাম (সহ-কোষাধ্যক্ষ), মির্জা সাইফুর রহমান মিশু (দপ্তর সম্পাদক), মোহাম্মদ সোহেল মাহমুদ (সহ-দপ্তর সম্পাদক), মোঃ ফয়জুল ইসলাম ফয়েজ (প্রচার ও প্রকাশনা সম্পাদক), উজ্জল কুমার সাহা সাহিত্য সম্পাদক), তারেক মুহম্মদ মুনিম তানিম (আন্তর্জতিক বিষয়ক সম্পাদক), সুমন সাহা (সাংস্কৃতিক সম্পাদক), মৈত্রী তালুকদার (সহ-সাংস্কৃতিক সম্পাদক), মোঃ মাহামুদুল হক মনা (ক্রীড়া সম্পাদক), মোস্তাফিজুর রহমান রাহাদ (সমাজ কল্যাণ সম্পাদক), এস্তানুল কবির রাসেল (সদস্য) ও এস এম নুরুজ্জামান (সদস্য)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *