শুক্রবার, এপ্রিল ২৬Dedicate To Right News
Shadow

মহেড়া জমিদার বাড়িতে ধারণকৃত ইত্যাদির পুনঃপ্রচার

Spread the love

আগামী ৭ ডিসেম্বর রাত ৮টা ৫০ মিনিটে প্রচারিত হবে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার স্থাপত্য শৈলীর এক অনন্য নিদর্শন মহেড়া জমিদার বাড়িতে ধারণকৃত ইত্যাদি। জমিদার বাড়ির সঙ্গে সাদৃশ্য রেখে নির্মাণ করা আলোকিত মঞ্চের সামনে উন্মুক্ত প্রাঙ্গণে হাজার হাজার দর্শক নিয়ে প্রশংসিত এই বিশেষ পর্বটি ধারণ করা হয়েছিল ২০১৩ সালের নভেম্বর মাসে। বাংলাদেশে যেমন অসংখ্য ঐতিহাসিক, প্রতœতাত্ত্বিক, সাংস্কৃতিক ও প্রাকৃতিক সৌন্দর্যের স্থান রয়েছে তেমনি রয়েছে বেশ কিছু দৃষ্টিনন্দন প্রাচীন স্থাপনা। যা হয়ে উঠেছে পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থান। মহেড়া জমিদার বাড়ি তেমনি একটি নান্দনিক স্থাপনা। জমিদার বাড়িতে স্থাপিত বিভিন্ন ভবনের সুদৃশ্য ও আকর্ষণীয় শিল্পমন্ডিত কারুকার্য এবং এর প্রাচীনত্ব দর্শক ও পর্যটকদের নিয়ে যায় এর সুবর্ণ অতীতে।

বিষয় বৈচিত্রে ভরপুর ‘ইত্যাদি’র এই পর্বে ছিল বেশ কয়েকটি হৃদয়ছোঁয়া প্রতিবেদন। মহেড়া জমিদার বাড়ির ইতিহাস ও প্রয়াত দানবীর রায় বাহাদুর রণদাপ্রসাদ সাহা’র প্রতিষ্ঠিত বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের উপর প্রতিবেদনের পাশাপাশি এই অনুষ্ঠানে রয়েছে মুন্সিগঞ্জ জেলার টঙ্গী বাড়ি থানার দোতরাপয়সা গ্রামের মোহাম্মদ শরীফ এবং লক্ষ্মীপুর জেলার সদর থানার ৬ নম্বর ভাঙ্গা খাঁ ইউনিয়নের মোহাম্মদ মহিউদ্দিনের উপর একটি উদ্বুদ্ধকরণ প্রতিবেদন। শারীরিকভাবে প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও যারা জয় করেছেন তাদের অক্ষমতাকে। গ্রীণ সেভার্স নামের একটি প্রতিষ্ঠানের কর্মকান্ডের উপর রয়েছে একটি অনুকরণীয় পরিবেশ সচেতনতামূলক প্রতিবেদন। যে প্রতিষ্ঠানের অধিকাংশ সদস্য দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করছে। ‘আমাদের গরজে-আপনার খরচে’ এই শ্লোগান দিয়ে তারা শহরের বাড়িতে বাড়িতে পরিত্যক্ত ও অপ্রয়োজনীয় জিনিষপত্র দিয়ে অল্প খরচে ফুল-ফল, সবজি বাগান করে দেয় এবং পরিচর্যা করার পরামর্শ দেয়।

এবারের ইত্যাদিতে একটি দেশাত্মবোধক গান গেয়েছেন শিল্পী এ্যান্ড্রু কিশোর। গানটি লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান, সুর করেছেন আলী আকবর রুপু। আর একটি গান গেয়েছেন জনপ্রিয় অভিনয় তারকা চঞ্চল চৌধুরী ও তারিন। রাজকন্যার সঙ্গে একজন উদাসি কবির প্রেম প্রসঙ্গ নিয়ে রচিত এই গানটিও লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান এবং সুর করেছেন আলী আকবর রুপু। গানটি চিত্রায়ন করা হয় মহেড়া জমিদার বাড়ির বিভিন্ন মনোরম লোকেশানে।

অনুষ্ঠানে মামা-ভাগ্নে, নানী-নাতি, চিঠিপত্র, দর্শকপর্ব ইত্যাদি নিয়মিত পর্বসহ বিভিন্ন সামাজিক অসংগতি ও সমসাময়িক ঘটনা নিয়ে রয়েছে বেশ কয়েকটি বিদ্রুপাত্মক নাট্যাংশ। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। একযোগে প্রচারিত হবে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে। যথারীতি এবারও ইত্যাদি স্পন্সর করেছে কেয়া কস্মেটিকস্ লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *