বাংলাদেশের অন্যতম জনপ্রিয় মেকআপ আর্টিস্ট মাসুদ খান। গতকাল ২০ ডিসেম্বর রাজধানী ধানমন্ডিতে এক জমকালো আয়োজনের মাধ্যমে যাত্রা শুরু করলো “মাসুদ খান বিউটিজোন ঢাকা”। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের জনপ্রিয় মডেল-কোরিওগ্রাফার এবং ট্রেইনার বুলবুল টুম্পা; উপস্থাপক-অভিনেত্রী এবং নৃত্যশিল্পী বারিশ হক; লাক্স তারকা সারাকা মজুমদার সহ আরও অনেকে।
এ প্রসঙ্গে কোরিওগ্রাফার বুলবুল টুম্পা জানান, মাসুদ খান মেকওভার এ বেশ পারদর্শী। তার প্রতিটি কাজ বেশ নিঁখুজ। যে কেউ নিজেদের সাজসজ্জার জন্য তার মেকওভারে আসতে পারেন। বিশেষ করে ব্রাইডাল সাজের জন্য ভীষণ ভালো মেকওভার করে মাসুদ৷ তার জন্য শুভ কামনা।
মাসুদ খান বিউটি জোন ঢাকা’র কর্ণধার মাসুদ খান জানান, দীর্ঘ বছর মেকওভার পেশার সাথে নিয়োজিত আছি। সকলের সহযোগিতা ও ভালোবাসায় এগিয়ে যাওয়া যাচ্ছি। আগামীতে আরও ভালো কিছু করতে চাই। এছাড়া আমার অনুষ্ঠানে আমাকে ভালোবেসে যারা অংশগ্রহণ করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই মডেল ও কোরিওগ্রাফার বুলবুল টুম্পা আপুকে। তিনি সব সময় ছোট ভাই হিসেবে আমাকে স্নেহ করেন, আমাকে সাপোর্ট দিয়েছেন। এছাড়াও সকলকে অশেষ ধন্যবাদ।