ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয় সংসদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কীত স্থায়ী কমিটির সদস্য এবং ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তরের সাধারণ সম্পাদক আলহাজ মোঃ সাদেক খান বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২০৪০ সালের মধ্যে দেশকে তামাকমুক্ত করার ঘোষণা বাস্তবায়নে আমি যে কোন কার্যক্রমে নিজেকে সম্পৃক্ত রাখবো। এক্ষেত্রে দেশকে সম্পূর্ণরূপে তামাকমুক্ত করতে হলে সকলকে একসঙ্গে কাজ করতে হবে। এছাড়া এ ব্যাপারে তিনি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলেও জানিয়েছেন।
২৮ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে রাজধানীর রায়েরবাজারে নিজ কার্যালয়ে ঢাকা আহ্ছানিয়া মিশনের তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের এক প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে মোঃ সাদেক খান, এমপি এ কথা বলেন।
ঢাকা আহ্ছানিয়া মিশনের তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের সমন্বয়কারী মোঃ শরিফুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন মিডিয়া ম্যানেজার রেজাউর রহমান রিজভী ও প্রোগ্রাম অফিসার অদুত রহমান ইমন। প্রতিনিধি দল মোঃ সাদেক খান, এমপিকে তামাক নিয়ন্ত্রণে ঢাকা আহ্ছানিয়া মিশনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।
এসময় ঢাকা আহ্ছানিয়া মিশনের তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের সমন্বয়কারী মোঃ শরিফুল ইসলাম বলেন, বাংলাদেশ সরকার ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোব্যাকো কন্ট্রোল (এফসিটিসি)-র আলোকে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ প্রণয়ন করে। ২০১৩ সালে তামাক নিয়ন্ত্রণ আইনে বেশকিছু গুরুত্বপূর্ণ সংশোধনী আনা হয় এবং এরই ধারাবাহিকতায় ২০১৫ সালে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) বিধিমালা প্রণয়ন করা হয়। তবে বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইনটি এফসিটিসির সাথে অনেকাংশে সামঞ্জস্যপূর্ণ হলেও কিছু জায়গায় দুর্বলতা রয়েছে। আর তাই আইনের দুর্বলতার সুযোগ নিচ্ছে তামাক কোম্পানীগুলো। এজন্য আইনের প্রয়োজনীয় সংশোধন প্রয়োজন।
এ সম্পর্কীত প্রয়োজনীয় আইন সংশোধনে মোঃ সাদেক খান, এমপির সমর্থন চান প্রতিনিধি দল। এ সময় জাতীয় সংসদের অধিবেশনে মোঃ সাদেক খান, এমপি ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন সংশোধনের যৌক্তিকতার বিষয়টি তুলে ধরবেন বলে প্রতিনিধি দলকে আশ্বস্থ করেন।#