চ্যানেল আই’য়ের মাঝ দুপুরের টেলিফিল্ম ‘আমি কিন্তু শিল্পী’ প্রচারিত হবে ৫ জানুয়ারি, ’২০২২ বিকেল ৩:০৫ মিনিটে। উপন্যাসিক ও নাট্যকার রাজীব মণি দাসের রচনায় এবং মীর সাখাওয়াতের পরিচালনায় গাজীপুরের বিভিন্ন স্থানে টেলিফিল্মটির চিত্রায়ন করা হয়।
সমাজ ও কাছের মানুষগুলো যখন কোনো মেধাবী ব্যক্তিকে সম্মান না দেখিয়ে উপহাস করে, তখন সে ব্যক্তিটির মানসিকতা স্বাভাবিকভাবেই ভেঙ্গে যায়। তেমনই সঙ্গীত শিল্পী আনসার আলী কষ্ট পেয়ে নিজের ঢোল নিজে পেটাতে গিয়ে সৃষ্টি হয় নানান সমস্যা।
‘হারমোনিয়াম’ রিয়েলিটি শো’তে অংশগ্রহণ করে গ্রামে ফিরে নিজের বান্ধবীকেই একপ্রকার ভুলতে বসেছে আনসার আলী। গ্রামবাসী তাকে সংবর্ধনা দেয়নি বলে মনের মধ্যে জেদ তৈরি হয় তার। গ্রামের মেম্বার থেকে শুরু করে ডাক্তার, মাতুব্বর সবাইকে নিয়ে ফেসবুকে কটুক্তিমূলক স্ট্যাটাস দিতে থাকে আনসার। নম্র-ভদ্র ছেলে হিসেবে পরিচিত আনসার আলীর বিরুদ্ধে একের পর এক নালিশ আসতে থাকে বাবার কাছে। এ নিয়ে পুরো গ্রামে হট্টগোল বেঁধে যায়। পরিশেষে, শালিস বসে আনসারীর আলীর বিরুদ্ধে।
এমনই ব্যতিক্রমধর্মী টেলিফিল্মটিতে অভিনয় করেছেন- আ.খ.ম. হাসান, মৌসুমী হামিদ, মাসুম আজিজ, নিপা খান, খলিলুর রহমান কাদেরী, আশরাফুল আলম সোহাগ, নিথর মাহমুদ, এ.বি. রশিদ, মাসুদ আহমেদ, সাদমান রানা, ক্লিনটন রোজারিও-সহ প্রমুখ।
এ প্রসঙ্গে নাট্যকার রাজীব মণি দাস বলেন, ‘বর্তমানে যেখানে নাটক থেকে বাবা-মা, ভাই-বোন, দাদা-দাদী ও অন্যান্য চরিত্রগুলো বাজেট স্বল্পতার কারণ দেখিয়ে ছাঁটাই করা হচ্ছে; সেখানে আমার গল্পগুলোতে এ ধরনের চরিত্রগুলো বিদ্যমান থাকে। স্বভাবতই আমি প্রডিউসারের ফরমায়েশী কোনো সীমাবদ্ধতার মধ্যে থেকে লিখতে পারি না।’
গল্প ও নির্মাণ সম্পর্কে নির্মাতা মীর সাখাওয়াত বলেন, ‘গল্পটি খুবই চমৎকার, কমেডি ধাঁচের। খুব যতœ নিয়ে এটি নির্মাণ করা হয়েছে। এমন ভালো গল্প পেলে কাজ করতেও ভালো লাগে। পরিবার-সমাজকেন্দ্রীক গল্প নির্ভর টেলিফিল্মটি সব শ্রেণির দর্শকের ভালো লাগবে বলে আমি আশাবাদী।’