মঙ্গলবার, এপ্রিল ২৩Dedicate To Right News
Shadow

বিচারক এফ এ সুমন, সাফিয়া খন্দকার রেখা ও লারা লোটাস

Spread the love

শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ‘পরিচয় সেরা কিশোর তারকা ২০২২’ শুরু হয়েছে। ১৬ বছরের নিচের শিশু-কিশোররা তাদের নৃত্য, সঙ্গীত ও আবৃত্তির ভিডিও পাঠিয়ে এতে অংশ নিবে। তিন ধাপে দর্শক মতামত ও বিচারকদের রায়ের ভিত্তিতে প্রতি ক্যাটাগরিতে তিনজন করে মোট নয় জনকে সেরা কিশোর তারকা পদক প্রদান করা হয়ে। অনুষ্ঠানের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে সরাসরি। আর এতে বিচারক হিসেবে রয়েছেন জনপ্রিয় সঙ্গীত পরিচালক ও কণ্ঠশিল্পী এফ এ সুমন, কবি ও আবৃত্তি শিল্পী সাফিয়া খন্দকার রেখা এবং জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী লারা লোটাস।

ভিডিও পাঠাতে হবে +৮৮০১৮৩৫১০৪৪৮৭ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। রেজিস্ট্রেশন ও বিস্তারিত জনাযাবে পরিচয় ওয়েবসাইট (www.porichoy.net), ফেসবুক পেজ (facebook.com/porichoy.net) এ। রেজিস্ট্রেশনের শেষ সময় ২৫ জানুয়ারি ২০২২।

অনুষ্ঠানের বিচারক কণ্ঠশিল্পী এফ এ সুমন বলেন, শিশু-কিশোরদের প্রতিভা বিকাশের জন্য পরিচয় একটি দারুণ প্ল্যাটফর্ম। গতবারও অনেক দারুণ দারুণ প্রতিভার সন্ধান পেয়েছি এই আয়োজনের মাধ্যমে। আশাকরছি এবারও শিশু-কিশোরদের উচ্ছ্বসিত অংশগ্রহণে এই আয়োজন প্রাণবন্ত হয়ে উঠবে।

পরিচয় সম্পাদক ও আয়োজনের প্রধান সমন্বয়ক শিশুসাহিত্যিক আপন অপু বলেন, শিশু-কিশোর সংগঠন ‘পরিচয়’ এর আগেও করোনার ঘরবন্দি সময়কে উপভোগ্য করে তুলতে আয়োজন করেছে পরিচয় সেরা কিশোর তারকা ২০২০। যাতে দেশের শিশু-কিশোরদের অংশগ্রহণ ছিলো প্রাণবন্ত। তারই ধারাবাহিতকায় এবারও এই আয়োজন করা হয়েছে। আমাদের লক্ষ্য শিশু-কিশোররা যেন পড়ালেখার পাশাপাশি সুস্থ সংস্কৃতি চর্চার সুযোগ পায়, আমরা তাদেরকে সেই প্ল্যাটফর্মটা তৈরি করে দেয়ার চেষ্টা করছি। আগের আসরের সমাপ্ত হয়েছিলো জমকালো আয়োজনের মাধ্যমে। তাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাননীয় সংস্কৃতি প্রতিমন্ত্রী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন। আমরা এবারও জমকালো আয়োজনের মাধ্যমেই চূড়ান্তপর্ব সমাপ্ত করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *