রবিবার, সেপ্টেম্বর ৮Dedicate To Right News
Shadow

সাইফ ইমন ও জারার ”ঝগড়া ৮৮.৪”

Spread the love

রেডিও আমার ৮৮.৪ এফএম এর এক সময়ের বহুল জনপ্রিয় অনুষ্ঠান ”ঝগড়া ৮৮.৪”। অনুষ্ঠানটি আবারও নতুন আঙ্গিকে শুরু হয়েছে সম্প্রতি। সঞ্চালনায় রয়েছেন আরজে জারা ও সাইফ ইমন। ইতিমধ্যেই অনুষ্ঠানটি আবারও দর্শক ও শ্রোতাপ্রিয়তা পেয়েছে। সমাজের নানা বিষয় নিয়ে একজন ছেলে একজন মেয়ের মধ্যে যে দুষ্ট-মিষ্টি দ্বন্দ্ব তৈরী হয় তা নিয়েই এই ঝগড়া ৮৮.৪। প্রতি সোমবার সন্ধ্যা ৭টায় প্রচারিত হয় অনুষ্ঠানটি।

অন এয়ারের পশাপাশি রেডিও আমার এর ফেইসবুক পেইজ থেকেও সরাসরি লাইভে অংশগ্রহন করতে পারেন দর্শক শ্রোতারা। জমজমাট এই আড্ডা চলতে থাকে সাইফ ইমন এবং জারার চমৎকার রসায়নের মধ্য দিয়ে। আরজে জারা উপস্থাপনায় হাত পাকিয়েছেন অনেক আগেই। টেলিভিশনের পর্দা থেকে উপস্থাপনার শুরু জারার। এছাড়াও মডেলিং ও অভিনয়ে সমানতালে কাজ করে যাচ্ছেন তিনি।

অনুষ্ঠানের আরেক সঞ্চালক সাইফ ইমন একজন লেখক এবং সাংবাদিক। আবার কাজ করছেন পরিচলক মেহের আফরোজ শাওনের প্রধান সহকারি পরিচালক হিসেবেও। অনুষ্ঠান সম্পর্কে দুইজন সঞ্চালকই একমত যে মজার মজার কথার ছলে যদি মানুষের মধ্যে ভালো কাজে উৎসাহ দেওয়া যায় তাহলে মন্দ হয় না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *