বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১২Dedicate To Right News
Shadow

বাংলাদেশ টোস্টমাস্টারস মিট ২০২২

Spread the love

টোস্টমাস্টারস ইন্টারন্যাশনাল, লীডারশিপ ডেভেলপমেন্ট নিয়ে কাজ করা আন্তর্জাতিক এই ভলান্টারি অরগানাইজেশন বাংলাদেশে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে দীর্ঘ ১০ বছর। ১৯২৪ সালে যুক্তরাষ্ট্রে যাত্রা শুরু করা এই অরগানাইজেশনটি ২০১২ সালে বাংলাদেশে প্রথম তাদের যাত্রার শুরু হয়, যাদের কার্যক্রম মুলত ক্লাব ভিত্তিক। টোস্টমাস্টারস ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৪১ এর অধীনে বাংলাদেশে ডিভিশন এল ও ডিভিশন ভি, এই দুই ডিভিশনে সর্বমোট পঁচিশটি (২৫টি) ক্লাব বর্তমানে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে ঢাকা, চট্টগ্রাম এবং কক্সবাজারে এই তিন জেলায়। আর এই পঁচিশটি ক্লাবের প্রায় দেড় শতাধিক সদস্যের অংশগ্রহণে গত ১৬ই জানুয়ারি ২০২২ ঢাকার গুলশানস্থ লেইকশোর হোটেলে হয়ে গেলো টোস্টমাস্টারসদের মিলনমেলা “বাংলাদেশ টোস্টমাস্টারস মিট ২০২২”।

অনুষ্ঠানে ডিভিশন ভি ডিরেক্টর নুসরাত হুদা এবং ডিভিশন এল ডিরেক্টর জামাল উদ্দিন জেমি, দুইজনেই তাদের স্বাগত বক্তব্যে বাংলাদেশের সকল ক্লাব ও সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানান এই বৈশ্বিক মহামারীতেও তাদের চমৎকার কার্যক্রমের চালিয়ে নিয়ে যাওয়ার জন্য। বাংলাদেশে টোস্টমাস্টারস যাদের নেতৃত্বে দিন দিন এগিয়ে যাচ্ছে তাদের সবার প্রতি সভার ইনভোকেটর এসোসিয়েট প্রোগ্রাম কোয়ালিটি ডিরেক্টর জাহিদ হোসেন বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। বাংলাদেশ টোস্টমাস্টারস মিট ২০২২ এর ইভেন্ট চেয়ার হিসেবে কাজ করেন বাংলাদেশ থেকে সর্বপ্রথম ডিস্টিংগুইশেড টোস্টমাস্টার্স এওয়ার্ড অর্জন করা এসোসিয়েট প্রোগ্রাম কোয়ালিটি ডিরেক্টর কাজী তাসলিম হাসান।

তিন ঘণ্টার এই অনুষ্ঠানটির মুল সঞ্চালনের দায়িত্বে ছিলেন এরিয়া ডিরেক্টর ফায়েজ উদ্দিন আহমেদ এবং পরপর দুবার ডিভিশন কন্টেস্ট রানার-আপ নৌশিন নুরি। টেবিল টপিক সেশনটি পরিচালনা করেন সাইয়েদ ইব্রাহীম সাজিদ, এন্টারটেইনমেন্ট সেশনের দায়িত্বে ছিলেন জামান হোসেন, চিফ সার্জেন্ট এট আর্মসের দায়িত্বে ছিলেন লাসান্থা সিল্ভা আর ২০২০-২১ এর ডিভিশন কন্টেস্ট চ্যাম্পিয়ন হিসেবে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বাংলাদেশেকে প্রতিনিধিত্ব করার অভিজ্ঞতার কথা শোনান মোহাম্মদ সাকিব খালেদ, যারা প্রত্যেকেই এবছর এরিয়া ডিরেক্টরের দায়িত্বে আছেন।

এডুকেশন সেশনের দায়িত্বে ছিলেন প্রাক্তন এরিয়া ডিরেক্টর মোহাম্মদ আসাদুজ্জামান। এছাড়াও পুরষ্কার বিতরনী সেশনেটি পরিচালনা করেন এসোসিয়েট ক্লাব গ্রোথ ডিরেক্টর মোহাম্মদ গোলাম দস্তগীর জনি।

অনুষ্ঠানে আমন্ত্রিত কি-নোট স্পিকার হিসেবে ছিলেন জনাব ইজাজুর রহমান আর বিশেষ অতিথি মিস বাংলাদেশ ২০১৯ রাফাহ নানজীবা তোরসা। সকলের স্বতস্ফুর্ত অংশগ্রহণে সফলভাবেই শেষ হয় টোস্টমাস্টারসদের এযাবৎ কালের অন্যতম বড় পুনর্মিলনী; বাংলাদেশ টোস্টমাস্টারস মিট ২০২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *