বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টার (বিয়াক) এর চীফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে গত ১ ফেব্রুয়ারী যোগদান করেছেন কাইজার এ. চৌধুরী।
একজন পেশাদার ব্যাংকার হিসেবে কাইজার এ. চৌধুরী এএনজেড গ্রীন্ডলেজ ব্যাংকে (১৯৭৫-১৯৯৯) তাঁর কর্মজীবন শুরু করেন। তিনি তাঁর কর্মজীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন ক্রেডিট অঙ্গনে এবং এই ধারাবাহিকতায় গ্রীন্ডলেজ ইন্টারন্যাশনাল ট্রেনিং সেন্টার, চেন্নাই, ভারত-এ (১৯৯৯-২০০০), একজন ক্রেডিট প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি তাঁর অন্যান্য দায়িত্বের মধ্যে ওয়ান ব্যাংক লিমিটেড ( ১৯৯৫-২০০৫)-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, এবি ব্যাংক লিমিটেড (২০০৫-২০১২)-এর প্রেসিডেন্ট এবং ম্যানেজিং ডিরেক্টর এবং মেঘনা ব্যাংক লিমিটেড (২০১৩- জুন ২০১৪)-এর প্রতিষ্ঠাতা ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ঢাকা ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ হিসাবেও দায়িত্ব পালন করেছেন।
জনাব চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় (১৯৬৯-১৯৭৩) থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি প্রাপ্ত এবং কর্মজীবনে দেশে ও বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ কোর্স / ওয়ার্কশপে অংশগ্রহণ করেছেন।