চ্যানেল নাইনে আগামীকাল ১১ এপ্রিল সোমবার রাত ৮টায় প্রচারিত হবে নাটক “সুইপার”। নাটকটিতে কেন্দ্রীয় সুইপার চরিত্রে অভিনয় করেছেন নাট্যনির্মাতা জি.এম সৈকত। এ প্রসঙ্গে সৈকত বলেন, খুব ছোট বেলা থেকে অভিনয় শুরু করেছিলাম। ঢাকাতে এসে দীর্ঘ প্রায় ১১ বছর থিয়েটার করেছি। অভিনয়ের ক্ষুধাটা রয়েই গিয়েছিলো। এখন অভিনয়ের জন্য নিজেকে কিছুটা প্রস্তুত মনে হয়। সুইপার নাটকটি দিয়ে টিভিতে কেন্দ্রীয় চরিত্র অভিনয় শুরু করলাম। চেষ্টা করেছি চরিত্রটি ফুটিয়ে তুলতে। আশা করি দর্শকরা নিরাশ হবেন না। সকলকে নাটকটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। নাটকটিতে আরো অভিনয় করেছেন শারমিন বৃষ্টি, অভি, আপেল মাহমুদ, রমজান ও অর্ক।