শুক্রবার, এপ্রিল ২৬Dedicate To Right News
Shadow

ঈদে ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘বিয়াই সাব’

Spread the love

স্বপ্নের কারিগরের ব্যানারে নির্মিত ঈদ-উল-ফিতরে বাংলা টিভির আয়োজনে থাকছে ৭ পর্বের বিশেষ ধারাবাহিক নাটক ‘বিয়াই সাব’। রাজীব মণি দাসের রচনা এবং মীর সাখাওয়াত ও জাদু ফরিদের যৌথ পরিচালনায় নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- আ.খ.ম হাসান, তানহা তাসনিয়া, রাশেদ মামুন অপু, দোলন দে, ফারজানা ছবি, তারিক স্বপন, আফরোজা হোসেন, নিথর মাহবুব, এ.বি রশিদ, আফতাব উদ্দিন প্রমুখ।
নাটকের গল্পে দেখা যায়- চঞ্চল প্রকৃতির সুন্দরী ফারিয়া বোন ফাইজার বাড়িতে বেড়াতে এসেই বিতর্ক শুরু হয় একমাত্র বেয়াই পাভেলের সঙ্গে। বোনের সঙ্গে গ্রাম ঘুরতে বের হতেই পুরো গ্রাম রটে যায় পাভেলদের বাড়িতে পরী এসেছে। বেয়াইনের সঙ্গে টম এন্ড জেরির সম্পর্ক থাকলেও হাফিজ চাচা তার পাগল ছেলের সাথে বেয়াইনের বিয়ের প্রস্তাব দিলে রেগে যায় পাভেল।
এদিকে মা ফারিয়াকে বিয়ে করতে বললে পাভেল ফারিয়াকে ঝগড়াটে মেয়ে বলে অপবাদ দেয়। মা-ও সাফ জানায়, বাড়িতে থাকতে হলে বিয়ে তাকে করতেই হবে।
আশিক হেনা দু’জন দু’জনকে ভীষণ ভালোবাসা সত্ত্বেও অযথাই মান-অভিমানের সৃষ্টি হয়। হেনার সঙ্গে রাগ করে আত্মহত্যা করতে যায় আশিক। যে কিনা ইতোমধ্যে অনেকবার আত্মহত্যা করবে বলে আওয়াজ তুলেছে, কিন্তু ভয়ের কারণে আত্মহত্যা করতে পারে নাই।
ফারিয়া কিছুর সাথে ধাক্কা লেগে চিৎকার দিলে দৌঁড়ে আসে পাভেল। দেখতে পায় ফারিয়ার পায়ে কাঁটা গেঁথে আছে। টান দিয়ে বের করলে চিৎকার দিয়ে জড়িয়ে ধরে পাভেলকে। ধীরে ধীরে দু’জনের মনে যে জেদ ছিল তা গলতে শুরু করে।
অন্যদিকে অযথা মিথ্যা বলা স্বপন ফারিয়ার প্রেমে- হাবুডুবু খায়। কল্পনার সাগরে সে ফারিয়াকে নিয়ে ঘুরে বেড়ায়। সংবিৎ ফিরে পেয়ে খাট থেকে পড়ে হাত ভেঙ্গে ফেলে।
বেয়াই-বেয়াইনের ঝগড়া, দুষ্টামি, হাসি, ঠাট্টা, আশিক-হেনার রোমান্টিকতা ও স্বপনের পরী বলে খ্যাত ফারিয়ার ভালোবাসার মধ্য দিয়েই এগিয়ে চলে গল্পের কাহিনি।
নাট্যকার রাজীব মণি দাস বলেন, ‘বিয়াই সাব’ নাটকে একদিকে যেমন হাসি-ঠাট্টা রয়েছে, অন্যদিকে পরিবার কেন্দ্রিক সামাজিক ম্যাসেজও রয়েছে।
পরিচালক মীর সাখাওয়াত ও জাদু ফরিদ বলেন, বর্তমান প্রেক্ষাপটে দর্শকের চাহিদার কথা বিবেচনা করে ‘বিয়াই সাব’ নাটকটি নির্মাণ করা হয়েছে। তবে, বিনোদনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতাও রয়েছে গল্পে।
প্রযোজক রাজীব মণি দাস জানান, আসছে ঈদে “স্বপ্নের কারিগর” ইউটিউব চ্যানেলের বিশেষ তালিকায় রয়েছে ‘বেয়াই সাব’ নাটকটি, যা উন্মুক্ত হবে ঈদ আয়োজনে। দেখা যাবে ঈদের দিন থেকে ৭তম দিন পর্যন্ত শুধুমাত্র ‘স্বপ্নের কারিগর’ ইউটিউব চ্যানেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *