জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছড়া বিষয়ক বিশেষ কর্মশালা ‘ছন্দের হাতেখড়ি’ সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সাহিত্য প্রেমী ছাত্র সংগঠন ‘চিরকুট’ এর উদ্যোগে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
বুধবার বিকেল চারটায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের ১৮ নম্বর কক্ষে কর্মশালা শুরু হয়।
এসময় উপস্থিত ছাত্র-ছাত্রীদের প্রশিক্ষণ প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের ৪৫ ব্যাচের শিক্ষার্থী ও বিশিষ্ট ছড়াকার আস সাদিক মিতুল। প্রশিক্ষণের বিষয় ছিলো ‘ছন্দের হাতেখড়ি’। এতে সঞ্চালনা করেন চিরকুটের সাংগঠনিক সম্পাদক ও দর্শন বিভাগের শিক্ষার্থী সাদিকুর রহমান।
সাদিকুর রহমান বলেন, ‘সাহিত্য সংগঠন হিসেবে চিরকুট প্রায় সময়ই বিভিন্ন রকম অনুষ্ঠান আয়োজন করে। যারা সাহিত্য চর্চা করেন, তাদের সেই চর্চাকে আরো বেশি বেগবান করতে রাষ্ট্রীয় পৃষ্টপোষকতা নেই বললেই চলে। সে হিসেবে সাহিত্য সংগঠনগুলো এরকম চর্চার আয়োজন করে, তাতে সাহিত্য প্রেমীদের অংশগ্রহণ অনুপ্রাণিত করে।’
তিনি আরও বলেন, ‘আগামীতে সাহিত্য ক্ষেত্রে এধরণের আত্মশুদ্ধির মানোন্নয়ন মূলক প্রশিক্ষণ আয়োজনের ধারাবাহিকতা রক্ষা করবে চিরকুট। এতে সকল অংশীজনের সহযোগিতা প্রত্যাশা করছি।’