দীপ্ত টিভিতে ঈদুল আযহার সাতদিনের বিশেষ আয়োজনের মধ্যে থাকছে পাচঁ বাংলা সিনেমার ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার। ঈদের দিন তৌকির আহমেদের পরিচালনায় থাকছে বাংলা সিনেমা স্ফুলিঙ্গ। এতে অভিনয় করেছেন শ্যামল মাওলা, পরীমনি, মম প্রমুখ। ঈদের দ্বিতীয় দিন থাকছে সৈকত নাসিরের পরিচালনায় বাংলা সিনেমা তালাশ। অভিনয় করেছেন আদর জাহান, শবনম বুবলি প্রমুখ। ঈদের তৃতীয় দিন রেজওয়ান শাহরিয়ার সুমিতের পরিচালনায় বাংলা সিনেমা নোনা জলের কাব্য। অভিনয় করেছেন তিতাস জিয়া, তাসনুভা তামান্না, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ প্রমুখ। ঈদের চতুর্থ দিন থাকছে ইফতেখার শুভর পরিচালনায় বাংলা সিনেমা মুখোশ। অভিনয় করেছেন মোশারফ করিম, পরীমনি, রোশন, ইরেশ যাকের, আজাদ আবুল কালাম। ঈদের পঞ্চম দিন থাকছে তৌকির আহমেদের পরিচালনায় বাংলা সিনেমা হালদা। অভিনয় করেছেন জাহিদ হাসান, মোশারফ করিম, নুসরাত ইমরোজ তিশা, ফজলুর রহমান বাবু। ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ারের সিনেমা গুলো প্রচারিত হবে দুপুর ১টায়।
আরো থাকছে ফয়সাল আহমেদের পরিচালনায় বাংলা সিনেমা মিশন এক্সট্রিম। অভিনয় করেছেন আরেফিন শুভ, ঐশী, মিশা সওদাগর। মীর সাব্বিরের পরিচালনায় বাংলা সিনেমা রাত জাগা ফুল। অভিনয়ে মীর সাব্বির, ঐশী, ফজলুর রহমান বাবু। আশিকুর রহমানের পরিচালনায় বাংলা সিনেমা কিস্তিমাত। অভিনয় করেছেন আরেফিন শুভ, আচল, মিশা সওদাগর প্রমুখ। কাজী হায়াৎ এর পরিচালনায় বাংলা সিনেমা বীর। অভিনয় করেছেন শাকিব খান, বুবলি, মিশা সওদাগর। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় বাংলা সিনেমা তারকাটাঁ। অভিনয় করেছেন আরেফিন শুভ, মৌসুমী, বিদ্যা সিনহা মিম। দীপঙ্কর দীপনের পরিচালনায় বাংলা সিনেমা ঢাকা অ্যাটাক। অভিনয় করেছেন আরেফিন শুভ, মাহিয়া মাহি। ফাখরুল আরেফিন খানের পরিচালনায় বাংলা সিনেমা ভুবন মাঝি। অভিনয় করেছেন পরমব্রত, অপর্ণা ঘোষ। বদরুল আনাম সৌদের পরিচালনায় বাংলা সিনেমা গহীন বালুচর। অভিনয় সুবর্ণা মোস্তফা, আবু হুরায়রা তানভীর, জান্নাতুন নূর মুন, নীলাঞ্জনা নীলা, রাইসুল ইসলাম আসাদ, জিতু আহসান। মাহমুদ হাসান শিকদারের পরিচালনায় বাংলা সিনেমা অবতার। অভিনয় মাহিয়া মাহি, জেএইচ রুশো, আমিন খান, মিশা সওদাগর।