বাংলাভিশনের ভিন্নধর্মী আয়োজনে একান্ত আড্ডা দিয়েছেন চিত্রনায়ক অনন্ত জলিল ও চিত্রনায়িকা বর্ষা। ‘আড্ডা দ্য মিটিং অনন্ত-বর্ষা’ অনুষ্ঠানটির শুটিং সম্প্রতি সম্পন্ন হয়েছে রাজধানীর লা মেরিডিয়ান হোটেল-এর রুফটফ এ সুইমিং পুলের পাশে। এই অনুষ্ঠানে অনন্ত জলিল ও বর্ষা দুজনই উপস্থাপক আবার দুজনই অতিথি। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন গুলশান হাবিব রাজীব।
‘অসম্ভবকে সম্ভব করাই অনন্ত জলিলের কাজ।’ এই ডাইলগের পেছনের গল্প। মানুষের বিপদে আপদে সব সময় এগিয়ে আসার প্রেরণা। অভিনেতা থেকে নেতা হওয়া, মানে রাজনীতি করার ইচ্ছে?। তাদের সিনেমাগুলোর নাম বাংলা ও ইংরেজির শব্দ মিলিয়ে কেন হয়? এসব জানতে পারবো এই অনুষ্ঠানে।
এই অনুষ্ঠান সম্পর্কে বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান তারেক আখন্দ বলেন, ‘ভিন্নভাবে দর্শকের সামনে তাঁদের কাজ এবং ব্যক্তিজীবনের গল্প তুলে ধরা হবে এই অনুষ্ঠানের মাধ্যমে। দীর্ঘ ৮ বছর পর অনন্ত জলিল ও বর্ষা’র সিনেমা পর্দায় আসছে। ভিনদেশী অভিনয়শিল্পীদের সাথে ও দেশের বাইরে শুটিং এর অভিজ্ঞতা জানিয়েছেন তারা। এই জুটির ঈদের ছবি’সহ তাঁদের তারকা হওয়া ও আনন্দ-বেদনাসহ নানান গল্প দর্শক জানতে পারবেন এই অনুষ্ঠানে। আশা করি, দর্শকের ভালো লাগবে।’
ঈদ-উল-আযহার বিশেষ অনুষ্ঠানমালায় ঈদের আগের দিন বিকেল ৫টা ১৫মিনিটে বাংলাভিশনে প্রচারিত হবে অনুষ্ঠানটি।