- জাবি প্রতিনিধি
আজ ২৩ শে জুলাই, শনিবার বিকাল পৌনে পাঁচটায় গত কয়েকদিন আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন নিপীড়নের প্রতিবাদ ও শাস্তি দাবির সমর্থনে চার দফা দাবি জানিয়ে শহীদ মিনারের সামনে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা।
উল্লেখিত চার দফা সমূহ:”চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নারী নিপীড়কদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ও কর্মস্থলে যৌননিপীড়ন বিরোধী সেল গঠন ও কার্যকর করতে হবে এবং মানসিক স্বাস্থ্যসেবা প্রদান করতে হবে, জাবি, চবিসহ সকল বিশ্ববিদ্যালয়ের হলে প্রবেশের সময় সীমা প্রথা বাতিল করতে হবে, শিক্ষাপ্রতিষ্ঠান ও সকল কর্মস্থলে নারীদের নিরাপত্তা সরকারকে নিশ্চিত করতে হবে।”
এই চার দফা দাবি জানিয়ে সাংস্কৃতিক জোটের সভাপতি সৌমিক বাচ্চু বলেন, “বাংলাদেশে পদ্মা সেতুর নাত বলতু খুললেও দেশের আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা লক্ষ করা গেছে, কিন্তু একজন মানুষ, এক নারী নিপীড়িত হলেও এই রাষ্ট্রের কাছে এর বিচার আশা করা যায় না।” তিনিও সেই আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি ও আশাবাদ ব্যক্ত করেন।
ইংরেজি বিভাগের ছাত্রী মৌতুসী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনকে সমর্থন জানিয়ে ও রাতে হলে প্রবেশ সময়সীমা প্রথা উঠিয়ে নেওয়ার দাবি জানিয়ে বলেন, “দেশের সর্বোচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে যদি যৌন নিপীড়নের মতো ঘটনা ঘটে এবং এর জন্যে ছাত্রীদের রাত্রে হলে আসার সময়সীমা বেঁধে দেয়, তাহলে বিষয়টা ভুক্ত ভোগীকেই এর জন্যে দায়ী করার মতো।”