রবিবার, অক্টোবর ৬Dedicate To Right News
Shadow

ওরা ১১ জন-এর মুক্তির ৫০ বছর

Spread the love

স্বাধীন বাংলাদেশে মুক্তিপ্রাপ্ত মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম চলচ্চিত্র ‘ওরা ১১ জন’ এর মুক্তির ৫০ বছরপূর্তি ১১ আগস্ট, ২০২২। ঐতিহাসিক এই চলচ্চিত্রটি এখন বাংলাদেশের সবচাইতে বড় দুর্লভ চলচ্চিত্রের আর্কাইভ চ্যানেল আই আর্কাইভে অন্তর্ভূক্ত। ঐতিহাসিক এই চলচ্চিত্রটির প্রযোজক মাসুদ পারভেজ ওরফে সোহেল রানা। চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘ওরা ১১ জন’ এর চ্যানেল আই আর্কাইভে অন্তর্ভূক্তি এবং মুক্তির ৫০ বছরপূর্তি উপলক্ষে ১১ আগস্ট দিনব্যাপী থাকছে চ্যানেল আই-এর পর্দায় নানা আয়োজন।
এধারাবাহিকতায় ওইদিন সকাল ৭:৩০ মিনিটে চ্যানেল আই-এর নিয়মিত আয়োজন ‘গান দিয়ে শুরু’তে থাকবে ‘ওরা ১১ জন’ চলচ্চিত্রে ব্যবহৃত দেশাত্মবোধক গানের পরিবেশনা। দুপুর ১২:০৫ মিনিটে বিশিষ্ট নির্মাতা, লেখক এবং নাট্যকার অরুণ চৌধুরীর উপস্থাপনায় ‘বিশেষ ২৫ মিনিট’ প্রচার হবে। এই অনুষ্ঠানের মাধ্যমে জানা যাবে ‘ওরা ১১ জন’ চলচ্চিত্র সম্পর্কে বিস্তারিত তথ্য। দুপুর ১২:৩০ মিনিটে অনন্যা রুমার প্রযোজনায় দেখানো হবে ‘ওরা ১১ জন’ চলচ্চিত্রের প্রযোজক মাসুদ পারভেজ ওরফে সোহেল রানা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে ফ্রেশ-প্রিমিয়াম টি তারকাকথন-এর বিশেষ পর্ব। দুপুর ১:২০ মিনিটে প্রচার হবে চ্যানেল আই-এর নিয়মিত আয়োজন ‘এবং সিনেমার গান’-এ ‘ওরা ১১ জন’ চলচ্চিত্রের গান। দুপুর ৩:৩০ মিনিটে দেখবেন মাসুদ পারভেজ ওরফে সোহেল রানা প্রযোজিত স্বাধীন বাংলাদেশে মুক্তিপ্রাপ্ত মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম চলচ্চিত্র চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘ওরা ১১ জন’র বিশেষ প্রদর্শনী। চলচ্চিত্রটি প্রদর্শনীর পরপরই প্রচার হবে ‘ওরা ১১ জন’ চলচ্চিত্রের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রের অভিনয়শিল্পী চিত্রনায়িকা নতুন-এর অংশগ্রহণে আবদুর রহমান-এর উপস্থাপনায় একটি বিশেষ অনুষ্ঠান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *