- জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভিসি প্যানেল নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়েছেন মোঃ আমির হোসেন, অধ্যাপক নূরুল আলম এবং অজিত কুমার মজুমদার।
আজ ১২ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭ টায় এ ফলাফল ঘোষণা করেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয়ের চুক্তিভিত্তিক রেজিস্ট্রার রহিমা কানিজ। যেখানে অধ্যাপক মোঃ আমির হোসেন সর্বোচ্চ ৪৮টি ভোট পেয়েছেন, সাময়িক ভারপ্রাপ্ত বর্তমান ভিসি নূরুল আলম পেয়েছেন ৪৬, অজিত কুমার মজুমদার ৩২, সুফি মোস্তাফিজুর রহমান ২৩, আবদুল্লাহ আল কাফী ২০টি, লায়েক সাজ্জাদ এলদেল্লা ১৯, প্রীথিলা নাজনীন নীলিমা ১৫ এবং তপন কুমার সাহা ৭টি ভোট পেয়েছেন।
অধ্যাপক মোঃ আমির হোসেন আমির বিজয়ী হবার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘আমি সর্বদা আশাবাদী ছিলাম যে প্রথম হব। যদি সরকার আমাকে নিয়োগ দেয় তাহলে আমি বিশ্ববিদ্যালয়ের অনেক কিছু পরিবর্তন করব। আমার প্রশাসন হবে ছাত্রবান্ধব। বিশ্ববিদ্যালয়ের যত উন্নয়নকমূলক কর্মকান্ড আছে তা গতিশীল করব এবং সর্বক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখব।’
উল্লেখ্য, এই ফলাফল রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে এবং রাষ্ট্রপতি পরবর্তীতে যে কোন একজনকে মনোনয়ন দিবেন।