সুনামগঞ্জে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের কয়েকটি বাড়িঘর পুনঃর্নিমাণের উদ্যোগ নিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। বিশিষ্ট নাট্যদল থিয়েটার এ লক্ষ্যে জোটের তহবিলে এক লাখ টাকা দিয়েছে। গত ১লা জুলাই থিয়েটারের নতুন নাটক ‘পোহালে শর্বরী’র উদ্বোধনী মঞ্চায়নের টিকেট বিক্রির মাধ্যমে এ অর্থ সংগৃহীত হয়।
সম্প্রতি থিয়েটারের সাংগঠনিক পরিচালক রামেন্দু মজুমদার সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছের কাছে এ অর্থ প্রদান করেন।
উল্লেখ্য, ‘পোহালে শর্বরী’র ৭ম প্রদর্শনী ২৪ আগস্ট বুধবার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে মঞ্চস্থ হবে। সুরেন্দ্র বর্মার হিন্দি নাটকের অনুবাদ করেছেন অংশুমান ভৌমিক। নাটকটি নির্দেশনা দিয়েছেন রামেন্দু মজুমদার এবং সংযুক্ত নির্দেশক ত্রপা মজুমদার।