ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ- এর সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাব গত ২৪ আগস্ট ‘দ্যা রাইটস অফ আন্ডারপ্রিভিলেজড এন্ড মার্জিনালাইজড চিলড্রেন: সিটিজেনস ডিউটিস এন্ড রেস্পন্সিবিলিটিস’ শিরোনামের এক কর্মশালা আয়োজন করে।কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উৎস বাংলাদেশের পরিচালক মাহাবুবা মাহমুদ ও শিপা হাফিজা এবং একই প্রতিষ্ঠানের স্বেচ্ছাসেবী সমন্বয়ক কাশফি বিনতে আহমেদ। ইউল্যাব সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উপদেষ্টা সেলিমা কাদের চৌধুরী এতে উপস্থিত ছিলেন।
অতিথিবৃন্দ শিশুদের অধিকার রক্ষার বিভিন্ন দিক ও ছাত্রসমাজের ভুমিকা নিয়ে আলোচনা করেন। ভবিষ্যতে উৎস বাংলাদেশ এবং ইউল্যাব সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাব একসাথে কাজ করবে বলেও জানান উভয় প্রতিষ্ঠানের দায়িত্বশীলবৃন্দ।সোস্যাল ওয়েলফেরায় ক্লাবের নির্বাহীবৃন্দ ও শিক্ষার্থীরা এ আয়োজনে অংশগ্রহণ করেন।