বৃহস্পতিবার, অক্টোবর ১০Dedicate To Right News
Shadow

জন্মদিনে মেসবাহ আহমেদের নতুন গান

Spread the love

আগামী ২৯ সেপ্টেম্বর সংগীতশিল্পী মেসবাহ আহমেদের জন্মদিন। আর জন্মদিন উপলক্ষে শ্রোতাদের জন্য নতুন গান নিয়ে আসছেন তিনি।

‘আর দিওনা যন্ত্রণা’ শিরোনামের গানটির কথা লিখেছেন এনামূল কবির সুজন। সুর ও ভাবনায় মেসবাহ আহমেদ এবং সঙ্গীতায়োজন করেছেন প্রত্যয় খান। রূপকথা প্রোডাকশনের ব্যানারে গানটি প্রকাশ্যে আসবে। পরবর্তীতে দোতারা নামে একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে গানটি অবমুক্ত করা হবে।

মেসবাহ আহমেদ বলেন, ‘গানটি বেশ আবেগপ্রবণ। যারা একটু বুঝে গান শোনেন, তাদের কাছে এটি ভালো লাগবে।’

তিনি আরও বলেন, ‘জন্মদিনের সঙ্গে গানের মূল বিষয়ের কোনো সম্পর্ক নেই। গানটি অনেকদিন ধরেই পাইপলাইনে আছে। জন্মদিনকে উপলক্ষ করেই গানটি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *