মঙ্গলবার, সেপ্টেম্বর ১৭Dedicate To Right News
Shadow

ঝিনাইদহে মীর সিমেন্টের রিটেইল মিট প্রোগ্রাম-২০২২

Spread the love

মীর গ্রুপ অব কোম্পানির অঙ্গপ্রতিষ্ঠান মীর সিমেন্ট ঝিনাইহে খুচরা বিক্রেতা ও পরিবেশকদের নিয়ে রিটেইল মিট প্রোগ্রাম-২০২২ আয়োজন করেছে। উক্ত অনুষ্ঠানে মীর সিমেন্টের পক্ষ থেকে চিফ মার্কেটিং অফিসার মোঃ মশিউর রহমান, ব্র্যান্ড ম্যানেজার মনিজা ইসলাম, টেকনিক্যাল সেলস ম্যানেজার রফিক-উল মুহিত, এসিস্ট্যান্ট ব্র্যান্ড ম্যানেজার মোঃ ইউসুফ এবং অত্র এলাকার খুচরা বিক্রেতা ও পরিবেশকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মীর সিমেন্টের মোঃ মশিউর রহমান বলেন, “গত দশকে সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন মেগা প্রকল্প, নগরায়ন এবং ক্রমবর্ধমান রিয়েল এস্টেট ব্যবসার কারণে বাংলাদেশে সিমেন্টের ব্যবহার বৃদ্ধি পেয়েছে। তবে মুদ্রাস্ফীতি ও সামষ্টিক অর্থনৈতিক চাপের কারণে এই শিল্প চ্যালেঞ্জের মুখোমুখি হলেও, আমরা যথাযথ কৌশল অবলম্বন এবং সরকারি সহায়তার মাধ্যমে খুব শীঘ্রই এই পরিস্থিতি কাটিয়ে উঠতে পারবো বলে আমরা আশাবাদী।”

গ্রাহকদের মাঝে উপহার বিতরণ এবং মতবিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। পরিশেষে উপস্থিত অতিথিদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *