রবিবার, নভেম্বর ৩Dedicate To Right News
Shadow

ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড পেলেন মরিয়ম মারিয়া

Spread the love

আমেরিকার নিউইয়র্কে আয়োজিত ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি সংগীতশিল্পী মরিয়ম মারিয়া। গত ১৬ অক্টোবর নিউইয়র্কের জ্যামাইকায় অবস্থিত আমাজুরা হলে এ আয়োজন অনুষ্ঠিত হয়। মারিয়াকে সংগীতে বিশেষ অবদানের জন্য এ পুরস্কার দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।
এ প্রসঙ্গে মরিয়ম মারিয়া বলেন, ‘যে কোনো স্বীকৃতিই আনন্দের। ঢালিউড অ্যাওয়ার্ডে পুরস্কৃত হয়ে বেশ ভালো লাগছে। আমাকে সম্মানিত করার জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞ। এ পুরস্কার আমার কর্মস্পৃহা আরও বাড়িয়ে দিয়েছে।’
উল্লেখ্য, এ সংগীতশিল্পী গত দুই মাস ধরে আমেরিকায় অবস্থান করছেন। আগামী সপ্তাহে তিনি দেশে ফিরবেন বলে জানিয়েছেন। দেশে ফিরে স্টেজ শো নিয়ে ব্যস্ত হবেন। এরই মধ্যে কয়েকটি শোয়ের জন্য শিডিউলও দিয়েছেন এ সংগীতশিল্পী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *