আমেরিকার নিউইয়র্কে আয়োজিত ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি সংগীতশিল্পী মরিয়ম মারিয়া। গত ১৬ অক্টোবর নিউইয়র্কের জ্যামাইকায় অবস্থিত আমাজুরা হলে এ আয়োজন অনুষ্ঠিত হয়। মারিয়াকে সংগীতে বিশেষ অবদানের জন্য এ পুরস্কার দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।
এ প্রসঙ্গে মরিয়ম মারিয়া বলেন, ‘যে কোনো স্বীকৃতিই আনন্দের। ঢালিউড অ্যাওয়ার্ডে পুরস্কৃত হয়ে বেশ ভালো লাগছে। আমাকে সম্মানিত করার জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞ। এ পুরস্কার আমার কর্মস্পৃহা আরও বাড়িয়ে দিয়েছে।’
উল্লেখ্য, এ সংগীতশিল্পী গত দুই মাস ধরে আমেরিকায় অবস্থান করছেন। আগামী সপ্তাহে তিনি দেশে ফিরবেন বলে জানিয়েছেন। দেশে ফিরে স্টেজ শো নিয়ে ব্যস্ত হবেন। এরই মধ্যে কয়েকটি শোয়ের জন্য শিডিউলও দিয়েছেন এ সংগীতশিল্পী।