এবার একসাথে জুটি বেঁধে ক্যামেরার সামনে আসছেন অভিনেতা সৈকত খান এবং অভিনেত্রী দোলন দে।
এস এম আইয়ুব আলী খান কাইছার পরিচালিত একক নাটক ” এক মেয়ের চার স্বামী”তে এক সাথে দেখা যাবে এই দুইজনকে।
পরিচালক আইয়ুব বলেন, কমেডি- রোমান্টিক ধাচের এই নাটকটিতে সৈকত খান এবং দোদল দে দুইজনই প্রানবন্ত অভিনয় করেছেন। আশা করি দর্শকরা বেশ উপভোগ করবেন।
নাটকে আরো যারা অভিনয় করছেন তারা হলেন, সাহেল মাহামুদ, শফিরাজ, অনুভব, অধরা নেহারিকা, ইসরাত, ফারজানা জয়া প্রমুখ। ডিওপি ছিলেন শিমুল চৌধুরী।মেকআপ- রহিম।
পরিচালক আরো জানিয়েছেন, এবিআর মাল্টিমিডিয়া নিবেদিত এই নাটকটি আগামী ২৮ নভেম্বর রাত ৮ টায় চ্যানেল নাইন-এ প্রচারিত হবে।