সোমবার, সেপ্টেম্বর ৯Dedicate To Right News
Shadow

কুরআনের আলো ২০২২- এর বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ

Spread the love

পবিত্র মাহে রামাদানে বাংলাভিশনে প্রচারিত ইসলামি রিয়্যালিটি শো ‘পুষ্টি পবিত্র কুরআনের আলো ২০২২’- এর বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও ২০২৩ সালের ১৫তম আয়োজনের উদ্বোধন ঘোষনা করা হয়েছে।

আজ ৫ ডিসেম্বর সোমবার সকালে রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানের সুচনা করা হয় পবিত্র কুরআন তেলাওয়াত এর মাধ্যমে। আমন্ত্রিত অতিথি ও অভিভাবকগণ পর্যায়ক্রমে তাঁদের অভিমত ব্যক্ত করেন। এরপর অনুষ্ঠানের প্রথম, দ্বিতীয় ও তৃতীয়সহ বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী প্রতিযোগীর হাতে চেক প্রদান করা হয়। বিজয়ীরা অতিথিদের কাছে থেকে চেক গ্রহণ করেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাভিশনের চেয়ারম্যান আবদুল হক, প্রতিযোগিতার উপস্থাপক ও গবেষক প্রফেসর মোখতার আহমেদ, বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান তারেক আখন্দ, হাফেজ মাওলানা নাজির মাহমুদ, হাফেজ মাওলানা আতাউল্লাহ আল মামুন, অনুষ্ঠানের পরিচালক সৈয়দ জিহাদুল ইসলামসহ স্পন্সর কোম্পানীর প্রতিনিধিগণ। এছাড়াও অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের পাশাপাশি তাদের ওস্তাদ ও অভিভাবকরাও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, পুরো রামাদান মাসব্যাপী চলে এই প্রতিযোগীতা। সারা দেশ থেকে বিপুল সংখ্যক কুরআনের হাফেজ ইসলামি রিয়্যালিটি শো “পুষ্টি পবিত্র কুরআনের আলো”এই প্রতিযোগীতায় অংশ নেয়। বিভিন্ন ধাপে বাছাই শেষ করে শ্রেষ্ঠ প্রতিযোগীদেরকে নিয়ে রমজান মাসব্যাপী বাংলাভিশনে চলে এই আয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *