শীতল গঙ্গোপাধ্যায় রচিত ‘দাঁতের বদলে’ গল্প অবলম্বনে নির্মিতি হলো সাহিত্যনির্ভর এক্সপেরিমেন্টাল শর্টফিল্ম ‘কাঁটা’। শর্টফিল্মটির মূল ভূমিকায় রয়েছেন ছোটো পর্দার জনপ্রিয় মুখ আনন্দ খালেদ। শর্টফিল্মটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ইয়ামিন ইলান।
এ প্রসঙ্গে পরিচালক ইলান বলেন, ‘এখন সব ট্রেন্ডি আর ভিউর কাজ হচ্ছে। এই গল্পটি শোনার পরই মনে হয়েছে এটি দর্শকদের সামনে তুলে ধরা যায়। সেখান থেকেই কাজটি করা। কিছু কাজ থাকে যেগুলো করতে পারলে ভেতর থেকে আলাদা তৃপ্তি আসে। এই কাজটি তেমনই একটি কাজ।’
অভিনেতা আনন্দ খালেদ বলেন, ‘দারুন তৃপ্তি পেয়েছি কাজটি করে। আগের রাতেই আমরা সবাই নবাবগঞ্জ চলে যাই। সেখানে ভোর ছটার আগে শুট শুরু করি। যে কোনো ধরনের এক্সপেরিমেন্টাল কাজ আমার ভীষণ ভালো লাগে।’ আনন্দ খালেদ ছাড়াও শর্টফিল্মটিতে আরো অভিনয় করেছেন রেজমিন সেতু, সাহেদ ওসমান রুমেল, জুথি আঁখি, মাসুম বাশার প্রমুখ। লুসা মির্জার প্রযোজনায় শর্টফিল্মটি ঢুলি ড্রামা ইউটিউব চ্যানেল থেকে মুক্তি পেয়েছে।
ভিডিও লিংক: https://www.youtube.com/watch? v=IMO_YMYkJrw