সোমবার, সেপ্টেম্বর ১৬Dedicate To Right News
Shadow

গতি থিয়েটারের ‘জলমোহিনী’ এর প্রিমিয়ার

Spread the love

আগামী ২১ জানুয়ারি গতি থিয়েটার, ঢাকা তাদের ২০তম প্রযোজনা “জলমোহিনী”র উদ্বোধনী মঞ্চায়ন করতে চলেছে। তার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। চলছে শেষ মুহূর্তের মহড়া। গতি থিয়েটার ঢাকা মহানগরীর একটি নাট্যদল। তবে ঢাকার সমান্তরালে তারা নিয়মিত পার্বত্য চট্টগ্রামেও নাট্যচর্চা করে আসছেন। সে ধারাবাহিকতায় গতি নতুন প্রযোজনা “জলমোহিনী” নাটকটি প্রিমিয়ার করতে চলেছে রাঙ্গামাটিতে। রাঙ্গামাটির ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট অডিটোরিয়ামে ২১ জানুয়ারি সন্ধ্যা ৬.১৫ মিনিটে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হবে। এই মঞ্চায়নকে কেন্দ্র করে ইতোমধ্যেই রাঙ্গামাটির নাট্যাঙ্গন ও সাংস্কৃতিক অঙ্গন সরব হয়ে উঠেছে। বিভিন্ন সামাজিক মাধ্যমে “জলমোহিনী” নাটকটি নিয়ে দর্শকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। প্রিমিয়ার শো-তে হল ভর্তি দর্শকের সমাগম হবে বলেই গতি থিয়েটার আশা করছে। এ প্রসঙ্গে গতি থিয়েটার এর সভাপতি এবং “জলমোহিনী” নাটকের প্রযোজনা অধিকর্তা মনি পাহাড়ী বলেন, “বিগত দিনগুলিতে আমরা নানারকম সৃষ্টিশীল কাজের পাশাপাশি, সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে নানাভাবে মানুষের সাথে সম্পৃক্ত থেকেছি। নতুন এই প্রযোজনা “জলমোহিনী” নিয়ে দর্শকের মাঝে ভীষণ আগ্রহ দেখতে পাচ্ছি। এই প্রযোজনাকে কেন্দ্র করে এ বছর নতুন বন্ধু সদস্য হয়েছেন রোকেয়া আক্তার, মাহফুজুল হক, সানজিদা এলি, মনিরুল হক ও রেজাউর রহমান রিজভী। তাঁদের পৃষ্ঠপোষকতা আমাদের কাজকে সহজ করে তুলেছে অনেকাংশে। আশা রাখছি, নাটকটি দেশের বিভিন্ন মঞ্চে মঞ্চায়িত হবে এবং দেশের বাইরেও।”

গতি’র নতুন প্রযোজনা “জলমোহিনী” একটি এ্যাবসার্ড প্রকৃতির নাটক। এ প্রসঙ্গে গতি’র নাট্য সম্পাদক ও নাটকটির নাট্যকার-নির্দেশক আশিক সুমন বলেন, “আমরা সবসময়ই চেষ্টা করেছি প্রতিটি প্রযোজনা যেন ভিন্নরকম হয়। সেটা গল্পে, ডিজাইনে এবং ভাবনায়। জীবনের চেনা-জানা গল্প, অন্তর্দ্বদ্ব, প্রেম ভালোবাসার মায়াবী এক প্রেমাখ্যান “জলমোহিনী”। নির্মাণ নিয়ে বলতে গিয়ে বলেন- “ভারী মঞ্চসজ্জা, বাহারী পোশাকের পরিবর্তন, জমকালো আলোর প্রক্ষেপণকে এড়িয়ে অভিনয় সংলাপ গল্পের উপর নির্ভর করে একটি থিয়েটার সৃষ্টির চেষ্টা করেছি।” ২০০৯ সৃষ্টিলগ্ন থেকে গতি থিয়েটার বিশ্বাস করে, “সৃষ্টি হোক শৈল্পিক আর জীবন মানবতাবাদী।” পুরো বিশ্ব হোক মানবিক! গতি তাই জীবনের সাথে আর শিল্পের সাথে। এ লক্ষ্যকে সামনে রেখে দলের সবাই একযোগে কাজ করে চলেছেন। “জলমোহিনী” নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন আব্দুল্লাহ আল মামুন, সুবিতা তঞ্চঙ্গ্যা, আজিজুল হক লিমন, এবং মনি পাহাড়ী। নাটকটিতে কস্টিউম ডিজাইন করেছেন- মধুরা তিতির ভুতু ও মনি পাহাড়ী। আবহ সংগীত ও মঞ্চসজ্জা-আশিক সুমন, আলো ও আবহ সংগীত সম্পাদনা-মধুরা তিতির ভুতু, প্রপস্-জলমোহিনী টিম, প্রযোজনা ব্যবস্থাপনা-আজিজুল হক লিমন, অনুষ্ঠান ব্যবস্থাপনা-রন্ত কুমার তঞ্চঙ্গ্যা এবং প্রধান সমন্বয়ক- এস.এম. তাহসিন রহমান। উল্লেখ্য, গতি থিয়েটার ঢাকা সম্মিলিত সাংস্কৃতিক জোট ও বাংলাদেশ পথনাটক পরিষদ এর পূর্ণাঙ্গ সদস্য এবং বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন এর সহযোগী সদস্য। ২০১৪ সাল থেকে গতি থিয়েটার তাদের সৃষ্টিশীল কাজের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয় থেকে অনুদান প্রাপ্ত একটি নাট্যদল। বিগত দিনগুলিতে গতি’র প্রযোজনাগুলো যেমন দর্শক, শিল্পানুরাগী, সমালোচক সকলের ভালোবাসায় সিক্ত হয়েছে তেমনি এই “জলমোহিনী” নাটকটিও একটি ভালো লাগার নাট্য প্রযোজনায় অন্তর্ভুক্ত হবে এবং “জলমোহিনী” নাট্যের অমিয় শিখা প্রতিটি নাট্যমঞ্চ আলোকিত করবে এ প্রত্যাশাই করছে গতি থিয়েটার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *