টিউন্স অনের ব্যানারে মুক্তি পেয়েছে কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক দীন ইসলাম শারুকের নতুন মিউজিক ভিডিও মতের ব্যবধান। সিদ্ধান্ত নিতে আমি পারিনি/ কোন পথ বেছে নেয়া হবে ঠিক- এমন কাব্যমালায় গানের কথা লিখেছেন মাসুম আহমেদ। গানটিতে সুরারোপ করেছেন আহমেদ মুনীফ। গানটির সংগীতায়োজন করেছেন দীন ইসলাম শারুক নিজেই। কক্সবাজারের মনোরম লোকেশনে চিত্রায়িত গানের ভিডিও পরিচালনা করেছেন রাকিব আহাম্মেদ। গানটিতে মডেল হিসেবে অভিনয় করেছেন দীন ইসলাম শারুক ও মানহা আহমেদ।
এই গানচিত্র প্রসঙ্গে শারুক বলেন, ‘নানা কারনে আমার গানগুলোতে কখনোই প্রপার মিউজিক ভিডিও করা হয়ে ওঠেনি। এখন গান শোনানোর পাশাপাশি দেখানোরও বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাই গানের পাশাপাশি ভিডিওতেও মনোযোগ দিচ্ছি। এই গানটি মেলোডিধর্মী একটি গান। মাসুম ভাইয়ের কথা ও মুনীফের সুর গানে ভিন্ন মাত্রা দিয়েছে। আশা করছি শ্রোতারা গানটি পছন্দ করবেন।