বৃহস্পতিবার, এপ্রিল ২৫Dedicate To Right News
Shadow

বাংলাদেশ থেকে ট্রেনিংপ্রাপ্ত তরুণ অটোমেকানিকরা জাপান যাচ্ছে

Spread the love

জাপান অটোমেকানিক স্কুল, ঢাকা থেকে সদ্য পাশ করা ১১ জন বাংলাদেশী তরুণ অটোমেকানিক হিসেবে নিজেদের কর্মজীবন শুরু করতে শীঘ্রই জাপান যাচ্ছে। স্কুলটির ৫ম ব্যাচের কোর্স সমাপ্তকারী এই ছাত্রদের সকলেরই জাপান যাবার আয়োজন প্রায় শেষের পথে। চতুর্থ ব্যাচের ২ জন ইতোমধ্যেই জাপান গিয়েছে। পরবর্তী ব্যাচের সকল ছাত্রও কোর্স শেষ করার পর জাপান যাবার প্রস্তুতি চলছে।

জাপান অটোমেকানিক লিঃ কর্তৃক প্রতিষ্ঠিত এই স্কুলে ছাত্ররা একই সাথে অটোমেকানিক্স ও জাপানী ভাষার উপর দুই বছর প্রশিক্ষণ নিয়েছে। উল্লেখ্য যে, জাপান অটোমেকানিক লিঃ জাপানের এস কে ড্রিম ও বাংলাদেশের গ্রামীণ শিক্ষার মালিকানায় নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস কর্তৃক সৃষ্ট একটি সামাজিক ব্যবসা জয়েন্ট ভেঞ্চার।

৫ম ব্যাচের এই ছাত্রদের গ্র্যাজুয়েশন অনুষ্ঠান গত ১৪ মার্চ ২০২৩ ঢাকার মিরপুরে অবস্থিত টেলিকম ভবনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর ইউনূস। জাপান অটোমেকানিক লিঃ-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব সুনোকি হিরাও এবং বিভিন্ন গ্রামীণ কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালকগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সদ্য গ্র্যাজুয়েট ছাত্রদের পরিবারের সদস্যরাও অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানে ছাত্ররা প্রত্যেকেই অনর্গলভাবে জাপানী ভাষায় বক্তব্য রাখে। উল্লেখ্য যে, জাপান অটোমেকানিক স্কুলে জাপানী শিক্ষকদের সরাসরি তত্ত্বাবধানে ছাত্রদেরকে অটোমেকানিক্স ও জাপানী ভাষার উপর প্রশিক্ষণ দেয়া হয়। তাদের বক্তব্যে ছাত্ররা তাদের প্রশিক্ষণ, প্রত্যশা ও ভবিষ্যত পরিকল্পনার কথা তুলে ধরে। ছাত্রদের প্রত্যেকেই এরই মধ্যে টিআইটিপি-র ( TITP) অধীনে নির্বাচিত হয়েছে এবং জাপানের বিভিন্ন অটোমোবাইল কোম্পানীতে চাকরি পেয়েছে। এখানে উল্লেখ্য যে, টিআইটিপি (টেকনিক্যাল ইন্টার্ণ ট্রেনিং প্রোগ্রাম) জাপান সরকারের সম্প্রতি ঘোষিত টেকনিক্যাল ইন্টার্ণ ট্রেনিং অ্যাক্টের অধীনে জাপানী কোম্পানীগুলিতে বিদেশী কর্মী নিয়োগের একটি ব্যবস্থা। জাপান অটোমেকানিক স্কুলের দুজন ছাত্র টিআইটিপি-র অধীনে বর্তমানে জাপানে একটি মার্সিডিজ বেঞ্জ ডিলারশীপে কাজ করছে। জাপান অটোমেকানিক লিঃ-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব সুনোকি হিরাও গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে বলেন যে, এখন থেকে প্রতি বছর জাপান অটোমেকানিক স্কুলের ১০-১২ জন গ্র্যাজুয়েট টিআইটিপি-র অধীনে জাপানে কাজ করতে যাবে।

এখানে আরো উল্লেখ্য যে, জাপান অটোমেকানিক স্কুল থেকে এর পূর্বে আরো ৪৬ জন ছাত্র অটোমেকানিক্স কোর্স সম্পন্ন করে র‌্যাংগ্স ওয়ার্কশপ লিঃ সহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *