পবিত্র মাহে রমজান মাসে বৈচিত্র্যময় উপস্থাপনা নিয়ে দেশের তিন টিভি চ্যানেলে নিয়মিত থাকছেন আরজে টুটুল।
এইচ এম বরকতুল্লাহ’র পরিচালনায় মেগা রিয়েলিটি শো ‘সেরাদের সেরা’র ইসলামিক জ্ঞান এবং কুইজ পর্বের উপস্থাপনা নিয়ে বৈশাখী টিভির পর্দায় প্রতিদিন বিকেল সাড়ে ৫টায় থাকছেন আরজে টুটুল। অন্যদিকে আমিরুল মোমেনিন মানিকের পরিকল্পনায় ‘রুহ আফজা’র গল্প’ নিয়ে থাকছেন এসএ টিভির পর্দায় প্রতিদিন বিকেল ৪টা ৫৫ মিনিটে। এছাড়া জিটিভি’র পর্দায় সোহেল রানার প্রযোজনায় ‘ইফতার বাজার’ নিয়েও থাকছেন শ্রোতা নন্দিত কথাবন্ধু জহিরুল ইসলাম টুটুল।