বৃহস্পতিবার, ডিসেম্বর ১২Dedicate To Right News
Shadow

আইএফআইসি পিরোজপুর, পঞ্চগড় ও নাটোর শাখা উদ্বোধন

Spread the love

এখন সবচেয়ে বেশি শাখা-উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংকিং নেটওয়ার্কে সারাদেশের প্রতিটি মানুষকে ব্যাংকিং সেবায় অন্তর্ভুক্তির লক্ষ্যে পিরোজপুর, পঞ্চগড় ও নাটোরে আইএফআইসি ব্যাংকের শাখার উদ্বোধন হলো।

৩০ এপ্রিল, ২০২৩ (রবিবার) নাটোর সদরের ঢাকা রোডে অবস্থিত দিবা টাওয়ারে আইএফআইসি ব্যাংকের নাটোর শাখার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। শাখাটির উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শফিকুল ইসলাম শিমুল, এমপি, নাটোর-২ আসন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু নাছের ভূঁঞা, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, নাটোর।

এর আগে গত ২৭ এপ্রিল (বৃহস্পতিবার) পঞ্চগড় সদরের তেতুলিয়া রোডে অবস্থিত রফিজুল হক টাওয়ারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আইএফআইসি ব্যাংকের পঞ্চগড় শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পঞ্চগড়-১ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ মজাহারুল হক প্রধান। এ সময় আরও উপস্থিত ছিলেন মোঃ আব্দুল হান্নান শেখ, চেয়ারম্যান, জেলা পরিষদ, পঞ্চগড় এবং সভাপতি, চেম্বার অব কমার্স, পঞ্চগড়। এ সময়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন আইএফআইসি ব্যাংকের হেড অব ডিস্ট্রিবিউশন ডিভিশন এ টি এম রাজিউর রহমান।

একই ধারাবাহিকতায় গত ১৭ এপ্রিল যাত্রা শুরু করে আইএফআইসি ব্যাংকের পিরোজপুর শাখার। পিরোজপুর সদরের পাড়ের হাট রোডে খান টাওয়ার এর ২য় তলায় অবস্থিত শাখাটির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আমীনুল ইসলাম। এ সময় আর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মুকিত হাসান খাঁন, পিরোজপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং অত্র এলাকার সম্মানিত গ্রাহকবৃন্দ, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *