সোমবার, মে ২০Dedicate To Right News
Shadow

সাউথ এশিয়ায় ইউএস-বাংলার অনন্য স্বীকৃতি

Spread the love

স্কাইট্র্যাক্স ওয়ার্ল্ড এয়ারলাইন অ্যাওয়ার্ড ২০২৩ এ বাংলাদেশের অন্যতম বেসরকারী বিমানসংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স সাউথ এশিয়ার এয়ারলাইনগুলোর মধ্যে ৫ম স্থান অর্জন করেছে। ২০১৪ সালের ১৭ জুলাই যাত্রা শুরু করে ইউএস-বাংলা এয়ারলাইন্স । বাংলাদেশের বিমান পরিবহন শিল্পে একের পর এক অনন্য নজির স্থাপন করে চলেছে। অর্জন করেছে বিভিন্ন সাফল্যের মাইলফলক।

স্কাইট্র্যাক্স ওয়ার্ল্ড এয়ারলাইন স্টার রেটিং ১৯৯৯ সালে শুরু হয়েছিল, এবং এটি মানসম্পন্ন অর্জনের মর্যাদাপূর্ণ, দীর্ঘতম প্রতিষ্ঠিত এবং অনন্য চিহ্ন এবং এয়ারলাইন এক্সিলেন্সের একটি বৈশ্বিক বেঞ্চমার্ক, পেশাদার অডিট বিশ্লেষণ এবং এয়ারলাইন পণ্য এবং ফ্রন্ট-লাইন সেবার মানগুলির মূল্যায়নের পরে পুরস্কৃত করা হয়।

এয়ারলাইন স্টার রেটিংগুলি অডিট অফিস দ্বারা একটি এয়ারলাইনের মানের মানের বিশদ, পেশাদার বিশ্লেষণের পরে প্রদান করা হয়। মানগুলির একটি সাধারণ রেটিং ৫০০ থেকে ৮০০টির মধ্যে পণ্য এবং সেবা মূল্যায়ন আইটেমের বিশ্লেষণের উপর ভিত্তি করে। এটি এয়ারলাইনের এয়ারপোর্ট সেবা এবং সমস্ত প্রযোজ্য কেবিন/এয়ারক্রাফট এর উপর ভিত্তি করে অনবোর্ড স্ট্যান্ডার্ডগুলিকে বিবেচনা করে থাকে৷

১৯৯৯ সাল থেকে বিশ্বব্যাপী এয়ারলাইনের সেবা ও মানের ওপর অ্যাওয়ার্ড দেয় স্কাইট্র্যাক্স। স্কাইট্র্যাক্স ওয়ার্ল্ড এয়ারলাইন অ্যাওয়ার্ডসের জন্য কোন এয়ারলাইনকে আবেদন করতে হয় না, কোন ফি দিতে হয় না, বিজয়ী এয়ারলাইন্সকে পুরস্কার ইভেন্টে যোগদানের জন্য কোন অর্থও দিতে হয় না। আর এসব কারণে বিভিন্ন ক্যাটাগরিতে স্কাইট্র্যাক্স ওয়ার্ল্ড এয়ারলাইন অ্যাওয়ার্ডসকে বলা হয় ‘এভিয়েশন শিল্পের অস্কার’।

গ্লোবাল এভিয়েশনে ইউএস-বাংলা এয়ারলাইন্সের এ অর্জন বাংলাদেশ এভিয়েশনকে আরো এগিয়ে নিতে সহায়তা করবে। এ অর্জনে ইউএস-বাংলা এয়ারলাইন্স এর সম্মানিত যাত্রী সাধারণ, সংবাদ মাধ্যম, ইউএস-বাংলা পরিবারের সকল সদস্য ও সর্বোপরি ইউএস-বাংলার শুভাকাংখীদের প্রতি রইলো আন্তরিক কৃতজ্ঞতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *