হলিউডের জনপ্রিয় স্টান্ট ভিত্তিক ছবি মানেই দর্শকের মনে প্রথম যে নাম আসে তা হল মিশন ইমপসিবল। আরও একবার পর্দায় ফিরে আসতে চলেছে বিপুল জনপ্রিয় এই সিরিজের নতুন ছবি ‘মিশন: ইমপসিবল-ডেড রেকোনিং পার্ট ওয়ান’। এই ছবির মধ্যে দিয়ে আরও একবার পর্দায় দেখা যাবে অভিনেতা টম ক্রুজকেও । সিনেমার পর্দায় দুঃসাহসী ও বিপজ্জনক সব স্টান্টের জন্য বিখ্যাত হলিউডের এই সুপারস্টার। নিজের মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোতে দুঃসাহসী স্টান্ট দিয়ে দর্শকদের বিনোদন দিয়ে আসছেন এই তারকা। টম ক্রুজের আসন্ন নতুন সিনেমায়ও এর ব্যাতিক্রম হচ্ছে না। জানা গেছে ‘মিশন: ইমপসিবল’ নতুন পর্বে আবারো টম ক্রুজের দুঃসাহসী স্টান্ট দেখতে পাবেন দর্শকরা।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমাটির কিছু দৃশ্যের একটি ভিডিও শেয়ার করেছেন টম ক্রুজ নিজেই। টম ক্রুজের শেয়ার করা ৯ মিনিট ২২ সেকেন্ডের এই ভিডিও অনুযায়ী, ২০২০ সালে নরওয়ের একটি পাহাড়ি গ্রাম বিপজ্জনক একটি স্টান্ট দৃশ্যের চিত্রায়নে অংশ নিয়েছেন এই অভিনেতা। উঁচু পাহাড় থেকে মোটরসাইকেল চালিয়ে নিচে পড়ে প্যারাস্যুটের সহায়তায় মাটিতে নামেন তিনি। যেন মৃত্যুকে বুড়ো আঙুল দেখিয়ে শূন্যে ভাসছেন তিনি। সেটিও একবার নয়, ছয়বার মোটরসাইকেল চালিয়ে পাহাড় থেকে লাফিয়ে পড়ার দৃশ্যে অভিনয় করেন তিনি।
উল্লেখ্য, ষাটোর্ধ্ব টম ক্রুজ প্রায় সমস্ত স্টান্ট নিজেই করেছেন ডামির সাহায্য ছাড়াই। আইএমএফ এজেন্ট ইথান হান্টের ভূমিকায় ফের পর্দায় টম ক্রুজকে দেখতে পাওয়ার আনন্দে ইতিমধ্যেই উচ্ছ্বসিত টমের বিশ্বজোড়া অসংখ্য ভক্ত। পাশাপাশি, ছবিতে দেখানো স্টান্টের দৃশ্যগুলি নিয়েও ইতিমধ্যেই উত্তেজিত দর্শকমহল।
বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও ‘মিশন: ইমপসিবল-ডেড রেকোনিং পার্ট ওয়ান’ মুক্তি পেতে যাচ্ছে বলে জানিয়েছেন স্টার সিনেপ্লেক্সের সিনিয়র মার্কেটিং ম্যানেজার মেসবাহ উদ্দিন আহমেদ। তিনি জানান, বাংলাদেশে মিশন ইমপসিবলের প্রচুর ভক্ত রয়েছে। তাদের কথা মাথায় রেখেই আগামী ১৪ জুলাই শুক্রবার সারা বিশ্বের সঙ্গে সঙ্গে বাংলাদেশেও ছবিটি মুক্তির পরিকল্পনা করা হচ্ছে।
উল্লেখ্য যে, মোট দুই পর্বে নির্মিত হচ্ছে ‘মিশন: ইমপসিবল-ডেড রেকোনিং’ সিনেমাটি। সিনেমাটির দুটি পর্বের দৃশ্যধারনের কাজ একসঙ্গে করেছেন টম ক্রুজ। এই তারকার জনপ্রিয় ফ্র্যাঞ্ছাইজি ‘মিশন: ইমপসিবল’-এর সপ্তম ও অষ্টম কিস্তি হতে যাচ্ছে এই দুই সিনেমা। ইমপসিবল মিশনস ফোর্সের (আইএমএফ) বিশেষ গোয়েন্দা ইথান হান্ট চরিত্রে আবারো বড় পর্দায় ফিরছেন তিনি। তার সাথে আছেন ভিং রেমস, সায়মন পেগ, রেবেকা ফার্গুসন, ভ্যানেসা কার্বি, হেনরি চেরনি ও ফ্রেডেরিক শ্মিট।