এবারের অস্কারের ৯৬তম আসরে বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশ থেকে অংশ নিতে যাচ্ছে তরুণ নির্মাতা মোহাম্মদ রাব্বি মৃধার প্রথম সিনেমা ‘পায়ের তলায় মাটি নাই’। সিনেমাটিতে অভিনয় করেছেন দীপান্বিতা মার্টিন। এর আগে রাষ্ট্র তাকে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ সম্মান দিয়েছে। ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২০’-এর শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে পুরস্কার পেয়েছেন।
অভিনেত্রী দীপান্বিতা মার্টিন বলেন, আমি যখন শুনেছি তখন থেকে খুব আনন্দ লাগছে। যা ভাষায় প্রকাশ করতে পারব না। সবাই আমাদের জন্য দোয়া করবেন। এর আগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি। যা আমাকে আরও ভালো কাজে উৎসাহ দিচ্ছে। প্রত্যেকটি সাফল্যে সামনের দিনে ভালো কাজে আগ্রহ তৈরি করে। তবে আমার অভিনীত সিনেমা অস্কারে, একজন অভিনেত্রী হিসেবে এটা বিরাট পাওয়া!
তিনি আরও বলেন, আমার ভালো লাগা কয়েকটা সিনেমার মধ্যে এটা একটা। সত্যি কথা কথা আমার চিরজীবনের জন্য এই সিনেমাটা পছন্দের তালিকায় থেকে যাবে। এই সিনেমার মাধ্যমে ডিরেক্টর ও প্রোডিউসারের কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি।
নির্মাতা আবু শাহেদ ইমনের প্রযোজনায় ‘পায়ের তলায় মাটি নাই’ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী দীপান্বিতা মার্টিন, মোস্তফা মনোয়ার, প্রিয়াম অর্চি প্রমুখ।