মঙ্গলবার, সেপ্টেম্বর ১৭Dedicate To Right News
Shadow

স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর বিজনেস স্টাডিজ বিভাগ এর প্রথম অ্যালামনাই রিইউনিয়ন

Spread the love

৯ ফেব্রুয়ারী, ২০২৪ স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর বিজনেস স্টাডিজ বিভাগ পূর্বাচলে স্থায়ী ক্যাম্পাসে সফলভাবে প্রথম অ্যালামনাই রিইউনিয়ন প্রোগ্রাম সম্পন্ন করেছে। আয়োজনটিতে বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা একত্রিত হওয়ায় এক আনন্দমুখর পরিবেশ তৈরি হয়।

এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন উপাচার্য, প্রফেসর ড. চৌধুরী মফিজুর রহমান,  বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জামাল হোসেন (এলপিআর), এবং বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আবু শামস মোহাম্মদ মাহমুদুল হক। অতিথি এবং প্রাক্তন শিক্ষার্থীরা একটি শক্তিশালী এবং সহায়ক সম্প্রদায় গড়ে তোলার ক্ষেত্রে প্রাক্তন ছাত্র সংগঠনগুলির গুরুত্বপূর্ণ ভূমিকার উপর জোর দেন। একইসাথে প্রাক্তন ছাত্ররা এমন একটি স্মরণীয় পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজনের জন্য স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *