শনিবার, মে ৪Dedicate To Right News
Shadow

২৫ বছরে একুশে টেলিভিশন

Spread the love

চব্বিশ বছর আগে নববর্ষের প্রথম দিনে যাত্রা শুরু করেছিল গণমানুষের সম্প্রচারমাধ্যম একুশে টেলিভিশন। পরিবর্তনে অঙ্গীকারবদ্ধ একুশের দৃপ্ত শপথ ছিল মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ দেশ গড়া। জীর্ণতা, অবক্ষয় আর কুসংস্কার দূর করে নবজাগৃতির নন্দিত বাংলাদেশকে উপস্থাপন করাই ছিল একুশের মর্মবাণী।

১৪ এপ্রিল ২০২৪ অর্থাৎ ১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দে ২৫ বছরে পা রাখছে একুশে টিভি। এ শুভক্ষণে প্রীতি ও শুভেচ্ছার মাধ্যমে অগণিত দর্শক, বিজ্ঞাপনদাতা, কলাকুশলী, কেবল অপারেটর, সাংবাদিক সহযোদ্ধাদের নিরন্তর ভালোবাসা জানাচ্ছে একুশে টেলিভিশন কর্তৃপক্ষ। শুভেচ্ছা জানিয়েছে বাণী পাঠিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকারসহ মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সাইফুল আলম, প্রধান নির্বাহী কর্মকর্তা পীযূষ বন্দ্যোপাধ্যায়সহ বিশিষ্টজনেরা অভিনন্দন জানিয়েছেন।

বর্ষপূর্তি উপলক্ষে একুশে টিভির হেড অফ নিউজ এন্ড কারেন্ট অ্যাফেয়ার্স রাশেদ চৌধুরী বলেন, মহান মুক্তিযুদ্ধের দর্শন, জাতির পিতা শেখ মুজিবের আদর্শ ধারণ করে বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবেলায় ছুটে চলবে শক্তিমান একুশের অনিরুদ্ধ দল। নবোদ্যমে নবজাগরণের সাক্ষী হবে গণমানুষের ভালোবাসায় ঋদ্ধ একুশে টেলিভিশন। আশাকরি, চলমান জাতীয় উন্নয়নের সারথি হিসেবে একুশে তার স্বকীয়তা ছড়াবে ফিনিক্স পাখির মতো-স্বমহিমায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *