রবিবার, সেপ্টেম্বর ৮Dedicate To Right News
Shadow

হাজারো কণ্ঠে বর্ষবরণ উদযাপন

Spread the love

শুরু হলো বাংলা ১৪৩১ সাল। আনন্দ-উৎসবের মধ্য দিয়ে নতুন বাংলা বছরকে বরণ করে নিতে আয়োজন করা হয়েছিল বিকাশ নিবেদিত ‘হাজারও কণ্ঠে বর্ষ বরণ ১৪৩১’ পাওয়ার্ড বাই- বার্জার পেইন্টস-এর। রোববার সকাল সাড়ে ৫টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এই আয়োজনে সারাদেশ থেকে বিভিন্ন শিল্পীরা অংশ নিয়েছেন। মঞ্চে দাড়িয়ে এক হাজারের বেশি শিল্পী নতুন সূর্যকে স্বাগত জানান। বেজে ওঠে সরোদ। বাঙালির উৎসবের সবচেয়ে বড় প্রাণকেন্দ্র হয়ে উঠে বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্র।

সুরের ধারার অধ্যক্ষ ও চেয়ারম্যান রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, ‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক- এমন ভাবনাকে কেন্দ্র করে হাজারও কণ্ঠে বর্ষ বরণের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে কেবল সুরের ধারা নয়, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে শিল্পীরা অংশ নিয়েছেন। এমনকি কলকাতা থেকেও শিল্পীরা এসেছেন। এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ সকলের মিলিত প্রয়াসে হাজারো কণ্ঠে নববর্ষকে আবাহন করা।’

তিনি আরও বলেন, ‘এই সময়ের পৃথিবী হানাহানি, যুদ্ধ এবং হিংসায় উন্মত্ত। এই নতুন বছর আমাদের সমস্ত দুষিত আবহ থেকে মুক্তি করুক। আমরা একটি সুন্দর পৃথিবীতে বাস করি, একটি সুন্দর পৃথিবী তৈরি করার প্রতিজ্ঞাই হোক এবছর সকলের প্রতিজ্ঞা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টর শিরিন শারমিন চৌধুরী, পাট ও বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, কানাডার হাইকমিশনার লিলি নিকোলস, ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাসহ বিভিন্ন দূতাবাসের প্রতিনিধিরা সহ সব শ্রেণী পেশার মানুষ।

এছাড়াও উপস্থিত ছিলেন বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদির, বার্জারের ব্যবস্থাপনা পরিচালক রুপালী চৌধুরী, সিনিয়র হেড অব ক্যাটাগরি হেয়ার অ্যান্ড কেয়ার সাবিত শফিউল্লাহ, ইমপ্রেস গ্রুপের পরিচালক জহির উদ্দিন মাহমুদ মামুন এবং ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। গত এক যুগ ধরে আয়োজন করা হচ্ছে সুরের ধারা চ্যানেল আই হাজার কণ্ঠে বর্ষবরণ অনুষ্ঠান। অনলাইনে রেজিস্ট্রেশন এবং অডিশনের পর মূল অনুষ্ঠানে অংশ নিয়েরছন শিল্পীরা।

এবারের আয়োজনে অংশ নিয়েছেন সুরের ধারা অনুষ্ঠানের নিয়মিত শিশু শিল্পীরাও। মহড়ায় শিল্পীদের সার্বিক নির্দেশনা দিয়েছেন ভারতীয় সংগীত তত্তাবধায়ক পুলক সরকার। শিল্পীদের কণ্ঠে বর্ষবরণের পাশাপাশি আয়োজন করা হয়েছিল বৈশাখী মেলার। মেলায় ছিল বাঙালির হাজার বছরের ঐতিহ্যের উপাদান দিয়ে সাজানো স্টলগুলো। পুরো অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করেছে চ্যানেল আই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *