মঙ্গলবার, এপ্রিল ৩০Dedicate To Right News
Shadow

সুধীন্দ্রনাথের কবিতা থেকে গান

Spread the love

কবি সুধীন্দ্রনাথ দত্তের ‘উটপাখি’ কবিতা অবলম্বনে গান তৈরি করলেন কণ্ঠশিল্পী রফিক সাদী। ‘একা’ শিরোনামের গানটি ঈদ উপলক্ষে প্রকাশিত হয়েছে। গানটির সুর ও সম্পাদনা করেছেন হাবীব আহমেদ নচি। কণ্ঠ দিয়েছেন ও সঙ্গীতায়োজন করেছেন কণ্ঠশিল্পী রফিক সাদী।
গানটি ‘র’ স্টুডিওর ত্বত্তাবধানে শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে।
এ প্রসঙ্গে শিল্পী বলেন, এটি মূলত মেলো রক ঘরানার গান। বাংলা গানে কবিতার অবদান অনেক। আগে নিয়মিত কবিতা থেকে গান হতো। এখন মনে হয় সে ধারা কিছুটা কমে গেছে। আমি মাঝে-মধ্যেই কবিতা থেকে গান করার চেষ্টা করি। ‘একা’ গানটিও সে চেষ্টারই ফল।
রক মেলো, ব্লুজ, জাজ ঘরানার গান পরিবেশন করে থাকেন শিল্পী রফিক সাদী।
রফিক সাদীর গাওয়া প্রকাশিত অন্যান্য গানগুলোর মধ্যে ‘ভালো থেকো’ (কবি হুমায়ুন আজাদের শুভেচ্ছা কবিতা) , “ক্লান্ত পথিক”, “ঈদ ঈদ লাগে”, “আমি এবং তুমি” শ্রোতামহলে বেশ প্রশংসিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *