বৃহস্পতিবার, ডিসেম্বর ১২Dedicate To Right News
Shadow

নিউইয়র্কে চলচ্চিত্র উৎসবে ‘মেঘের কপাট’

Spread the love
২০ ও ২১ এপ্রিল ২০২৪ আমেরিকার নিউইয়র্কে অনুষ্ঠিত হচ্ছে ‘সুচিত্রা সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’। উৎসবে প্রদর্শনের জন্য বাংলাদেশ ও ভারত থেকে মোট ৪৩৮টি চলচ্চিত্র জমা পড়ে। সেখান থেকে জুড়ি বোর্ডের মাধ্যমে উৎসবের ফিচার বিভাগে প্রদর্শনীর জন্য মনোনীত হয়েছে ওয়ালিদ আহমেদ পরিচালিত চলচ্চিত্র ‘মেঘের কপাট’। উৎসবের দ্বিতীয় দিন ২১ এপ্রিল স্থানীয় সময় দুপুর ১২-৫৫ মিনিটে নিউইয়র্কের জ্যামাইকা পারফরমিং আর্টস সেন্টারে চলচ্চিত্রটি প্রদর্শিত হবে। ‘মেঘের কপাট’ চলচ্চিত্রের অভিনেত্রী সিন্ডি রোলিং উৎসবে চলচ্চিত্রটির প্রতিনিধিত্ব করবেন বলে জানা গেছে।
এ প্রসঙ্গে ‘মেঘের কপাট’ চলচ্চিত্রের পরিচালক ওয়ালিদ আহমেদ বলেন, এর আগে গত বছরের ১ ডিসেম্বর ভারতের ‘গ্লোবাল ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভ্যাল-২০২৩’ এ অংশ নিয়ে ‘শ্রেষ্ঠ বিদেশি চলচ্চিত্র’, ‘শ্রেষ্ঠ পরিচালক (বিদেশি চলচ্চিত্র)’ ও ‘রাজকাপুর পুরস্কার’ জিতে নেয় ‘মেঘের কপাট’। এছাড়া চলতি বছরের জানুয়ারিতে ২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-২০২৪ এ ‘মেঘের কপাট’ প্রদর্শনের জন্য নির্বাচিত হয়। সেই ধারাবাহিকতায় এবার নিউইয়র্কের ‘সুচিত্রা সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ ‘মেঘের কপাট’ প্রদর্শিত হতে যাচ্ছে। আমি আশা করবো আমেরিকার প্রবাসী দর্শকরা চলচ্চিত্রটি উপভোগ করবেন।
প্রসঙ্গত, গত বছরের ৩ নভেম্বর বাংলাদেশের সিনেমা হলে মুক্তি পায় ‘মেঘের কপাট’ চলচ্চিত্রটি। চলচ্চিত্রটি একটানা ৪ সপ্তাহ ঢাকার ব্লকবাস্টার সিনেমা হলে প্রদর্শিত হয়। এছাড়া ঢাকার বাইরের সিনেমা হলে এটি প্রদর্শিত হয়। পরবর্তীতে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক মুক্তবাণিজ্য চুক্তি (সাফটা) এর আওতায় প্রদর্শনের জন্য ‘মেঘের কপাট’ কে ভারতে প্রেরণ করা হয়। ওয়ালিদ আহমেদের চিত্রনাট্য ও পরিচালনায় চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন রাকিব হোসেন ইভন, সিন্ডি রোলিং, সাবরিনা তন্বী, আফরোজা মোমেন, রেজাউর রহমান রিজভী, রেহানা পারভীন হাসি, জামান সাইফ, রাজু আহসান সহ আরো অনেকে। সম্পূর্ণ শ্রীমঙ্গলে দৃশ্যায়িত এই চলচ্চিত্রটির ৫টি গানের সবগুলোই লিখেছেন পরিচালক ওয়ালিদ আহমেদ। মেলোডিয়াস ঘরানার এই গানগুলোতে কন্ঠ দিয়েছেন জাভেদ আলী, অর্ঘ্য, রূপঙ্কর, আফরোজা মোমেন, দিলরুবা কামাল ও অনিন্দ্য চ্যাটার্জী। সঙ্গীত পরিচালনা করেছেন নাসিফ অনী, রূপঙ্কর, ওয়ালিদ আহমেদ ও অভিষেক সাহা। চলচ্চিত্রটি যৌথভাবে প্রযোজনা করেছেন ওয়ালিদ আহমেদ ও আফরোজা মোমেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *