শুক্রবার, মে ৩Dedicate To Right News
Shadow

অনুষ্ঠিত হলো বেসিস নির্বাচনের প্রার্থী পরিচিতি সভা

Spread the love

আগামী ৮ মে ২০২৪ অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সেবা খাতের বাণিজ্য সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর ২০২৪-২৬ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন। এই উপলক্ষ্যে, সোমবার রাজধানীর কাকরাইলে আইডিইবি মিলনায়তনে অনুষ্ঠিত হলো প্রার্থী পরিচিতি সভা।

১১ সদস্যের নির্বাহী পরিষদ নির্বাচন করতে এবারে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৩ জন প্রার্থী। এর মধ্যে জেনারেল ক্যাটাগরি থেকে ৮জন এবং অ্যাসোসিয়েট, অ্যাফিলিয়েট ও আন্তর্জাতিক ক্যাটাগরি থেকে ১ জন করে নির্বাচিত হবেন।

বেসিস নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান টি আই এম নুরুল কবীর অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন। তিনি তার বক্তব্যে বেসিস নির্বাচনের আচরণবিধি সম্পর্কে আলোচনা করার পাশাপাশি ডেমো ব্যালট পেপার প্রদর্শন করে ভোটারদের ভোট প্রদান করার ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। একপর্যায়ে তিনি লটারীর মাধ্যমে প্যানেল ভিত্তিক প্রার্থী পরিচিতি সভার ক্রম নির্ধারণ করেন। এসময় মঞ্চে আরও উপস্থিত ছিলেন বেসিস নির্বাচন পরিচালনা বোর্ডের সদস্য সৈয়দ মামনুন কাদের ও নাজিম ফারহান চৌধুরী।

৩৩ জন প্রার্থী মূলত তিনটি প্যানেলে ভাগ হয়ে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই তিনটি প্যানেলের নাম ‘টিম স্মার্ট’ ‘ওয়ান টিম’, ও ‘টিম সাকসেস’।

প্যানেল ভিত্তিক প্রার্থী পরিচিতি সভায় প্রথমে মঞ্চে এসে প্রেজেন্টেশন প্রদান করেন টিম স্মার্ট, পরবর্তীতে আসে ওয়ান টিম এবং সবশেষে আসেন টিম সাকসেস।

টিম স্মার্ট প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন অ্যাডভান্সড ইআরপি-এর মো. মোস্তাফিজুর রহমান সোহেল। টিম স্মার্টের অন্য প্রার্থীরা হলেন জেনারেল ক্যাটাগরিতে মোহাম্মদ রিসালাত সিদ্দিকী, লিয়াকত হোসেইন, মীর শাহরুখ ইসলাম, এ এস এম রফিক উল্লাহ, মঞ্জুরুল আলম, সৈয়দা নওশাদ জাহান, নিয়াজ মোর্শেদ এবং আরমান আহমেদ খান (অ্যাসোসিয়েট), লুতফি হায়দার চৌধুরী (অ্যাফিলিয়েট) ও এ এইচ এম হাসিনুল কুদ্দুস (আন্তর্জাতিক)।

বেসিসের বর্তমান সভাপতি রাসেল টি আহমেদের নেতৃত্বে গঠিত হয়েছে ওয়ান টিম প্যানেল। এই প্যানেলের অন্য প্রার্থীরা হচ্ছেন জেনারেল ক্যাটাগরিতে উত্তম কুমার পাল, দিদারুল আলম, রাশিদুল হাসান, এ কে এম আহমেদুল ইসলাম, ইকবাল আহমেদ ফখরুল হাসান, এম আসিফ রহমান, কে এ এম রাশেদুল মজিদ এবং সৈয়দ আবদুল্লাহ জায়েদ (অ্যাসোসিয়েট), বিপ্লব ঘোষ (অ্যাফিলিয়েট) ও সৈয়দ মোহাম্মদ কামাল (আন্তর্জাতিক)।

টিম সাকসেস প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন ফ্লোরা টেলিকমের মোস্তাফা রফিকুল ইসলাম। এই প্যানেলের অন্য প্রার্থীরা হলেন জেনারেল ক্যাটাগরিতে তৌফিকুল করিম, মোহাম্মদ আমিনুল্লাহ, মো. শহিবুর রহমান খান, ফারজানা কবির, মো. শফিউল আলম, ইমরান হোসেন, সৈয়দা নাফিসা রেজা এবং এন এম রাফসান জানি (অ্যাসোসিয়েট), আবদুল আজিজ (অ্যাফিলিয়েট) ও আবু মুহাম্মদ রাশেদ মজিদ (আন্তর্জাতিক)।

আগামী ৮ মে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর গুলশান শুটিং ক্লাব-এ বেসিস নির্বাচনের ভোট গ্রহণ চলবে।

বেসিসের এবারের নির্বাচনে মোট ভোটার ১৪৬৪ জন। তাদের মধ্যে জেনারেল ক্যাটাগরিতে ভোটার ৯৩২, অ্যাসোসিয়েট ক্যাটাগরিতে ভোটার ৩৮৯, অ্যাফিলিয়েট ক্যাটাগরিতে ভোটার ১৩৪ ও আন্তর্জাতিক ক্যাটাগরিতে ভোটার ৯ জন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেসিসের নির্বাচনে গঠনকৃত তিন সদস্যের আপিল বোর্ডের চেয়ারম্যান এ তৌহিদ, এবং সদস্য আবদুল্লাহ এইচ কাফি ও নাজনীন কামাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *