শনিবার, জুলাই ২৭Dedicate To Right News
Shadow

অলিভ আহমেদের ১২ নাটকে আরিফ হক

Spread the love

অলিভ আহমেদের প্রযোজনায় ও আলম আসাদের পরিচালনায় টানা এক ডজন নাটকের হিরো হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন আরিফ হক। সেই প্রজেক্ট এর প্রথম কাজ ‘ব্লক’ নাটকটি। নাটকগুলো প্রচার হবে ঈদুল আজহা থেকে একটি বেসরকারি টিভি চ্যানেলে।

আরিফ হক বলেন, ‘প্রায় ৫০ টারও বেশি গল্প থেকে বাছাই করে ১২টা গল্প নিয়ে কাজ শুরু করেছেন প্রযোজক অলিভ আহমেদ, তারই ধারাবাহিকতায় ২৫ এপ্রিল ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে হয়েছে ‘ব্লক’ নাটকের শুটিং।’

নাটকটির পরিচালক আলম আসাদ বলেন, ‘বর্তমান সময়ের ছেলে মেয়েরা নিজেকে প্রতিষ্ঠিত না করে, বড়লোক প্রেমিক-প্রেমিকার উপর নির্ভর করে প্রতিষ্ঠিত হতে চায় এবং অতঃপর বিড়ম্বনা। এই হাস্যরস নিয়ে নাটকটি বানানোর চেষ্টা করেছি।’

উল্লেখ্য, এর আগে আরিফকে দেখা গেছে সেই ক্রিকেট নিয়ে নিষিদ্ধ বিজ্ঞাপন ‘ব্যাম্বো ইজ অন’-এ । তার অভিনীত জনপ্রিয় বিজ্ঞাপনগুলো হলো ‘হাতে হ্যারিকেনটা বাংলাদেশ থেকে ধরিয়ে দিলো’, ভাষার বিজ্ঞাপণ ‘কি বুইলছো আকাসের মা’ বা ‘চোখ বন্ধ করলেই অফিস’।অভিনয় করেছেন মিজনুর রহমান আরিয়ান, আশীষ রায়ের মত পরিচালকদের নাটকে।তার অভিনীত ধাবাহিক নাটক মাছরাঙা টিভির ‘উড়াল পঙ্খী’ ,গ্লোবাল টিভির ‘সংসার’। এরই মধ্যে পাঁচটি চলচ্চিত্রে অভিনয় করেছেন আরিফ হক। মুক্তির অপেক্ষায় আছে তিনটি।অন্যদিকে প্রযোজক অলিভ আহমেদ বর্তমানে বাংলাদেশি আমেরিকান প্রবাসীদের নিয়ে বেশ কিছু প্রোডাকশন ইতিপূর্বে সম্পূর্ণ করেছেন, এর মধ্যে এস এ হক অলিকের শত ডলার, মা এখন আমেরিকায়, রওনক হাসান ও নোভা অভিনীত এক ঘণ্টার শাস্তি, মিলা হোসাইন-এর রাত সহ ১০টি মতো খন্ড নাটক এর কাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *