বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ডা. এম ইউ কবীর চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে দেশের আইনজীবীদের অন্যতম সংগঠন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি সম্পাদক সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সিনিয়র অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক।
সাক্ষাৎকালে রেড ক্রিসেন্টকে বঙ্গবন্ধুর স্বপ্নের রেড ক্রিসেন্ট গড়ে তুলতে একসঙ্গে কাজ করতে অঙ্গীকারবদ্ধ হন তারা।
২৮ এপ্রিল অধ্যাপক ডা. এম ইউ কবীর চৌধুরী রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন। এর আগে ২৫ এপ্রিল মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে আগামী ৩ বছরের জন্য অধ্যাপক ডা. মো. উবায়দুল কবীর চৌধুরীকে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান পদে নিয়োগ করা হয়।