শনিবার, জুলাই ২৭Dedicate To Right News
Shadow

‘দীপ্ত প্লে‘র অরিজিনাল ফিল্ম ‘পয়জন‘এর প্রিমিয়ার শো

Spread the love

১০ জুন সোমবার সন্ধ্যায় ৭টায় বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে হয়ে গেল ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লে’র ওয়েব ফিল্ম ‘পয়জন‘ এর প্রিমিয়ার শো। প্রিমিয়ার শোতে উপস্থিত ছিলেন দীপ্ত টিভির ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসান, হেড অফ ডিজিটাল মিডিয়া মোহাম্মদ আবু নাসিম, পয়জনের পরিচালক সঞ্জয় সমদ্দার, প্রধান চরিত্রের তানজিন তিশা ও আবু হুরায়রা তানভীর, দীপ্ত টিভির উর্ধ্বতন কর্মকর্তাগণ এবং অন্যান্য শিল্পী ও কলাকুশলীগণ।

তিন তিনটা ফ্লপ সিনেমার পর চার নম্বর সিনেমা সুপারহিট সাথে ন্যাশনাল অ্যাওয়ার্ড! নায়িকা রূপা মীর্জা এখন টক অব দ্য শো বিজ। এই সাকসেস সেলিব্রেট করতে সে একটা পার্টি থ্রো করে। আলোকোজ্জ্বল ঐ পার্টিতে শূন্য থেকে শিখরে ওঠা রূপা মীর্জার অন্ধকার অতীত সামনে চলে আসে। আপন-পর, শত্রু-মিত্র, মুখ ও মুখোশ সব যেনো এক গোলক ধাঁধা! পুরনো ক্ষত, পাপ কিংবা লোভের গল্পে রাত বাড়তে থাকে আর বাড়তে থাকে লাশ!

পরিচালক সঞ্জয় সমদ্দার বলেন, প্রয়োজনের অতিরিক্ত যে কোনো কিছু বিষ! কিন্তু জীবনের এমনই আয়রনি যে, প্রয়োজনীয়তার সীমা আমরা প্রায়শই নির্ধারণ করতে পারি না। সেখান থেকেই জন্ম নেয় বেঁচে থাকার নানা সমীকরণ। পরিশ্রম, মেধা, কিংবা প্রতারণা নানাভাবে জীবনের সেই সমীকরণ মেলানোর চেষ্টা চলে কিন্তু জীবনের গল্প তো আসলে লেখে অন্য কেউ..

প্রধান চরিত্রের তানজিন তিশা বলেন, ১০ তারিখ থেকে দীপ্ত প্লেতে আসছে পয়জন। আমি এখানে একটা নায়িকার জীবনের গল্প উপস্থাপন করতে যাচ্ছি। এই চরিত্রে অভিনয় করার আগে আমি একজন নায়িকার জীবন-যাপনও রপ্ত করেছি। আমাকে জানতে হয়েছে একজন নায়িকাকে কাজ করতে গিয়ে কী ডিল করতে হয়! আমি অনেক সিনেমা দেখেছি। যেহেতু আমি সিনেমার নায়িকা না, তাই রূপা মীর্জা হতে গিয়ে একজন সিনেমার নায়িকাকে স্টাডি করতে হয়েছে। ১২ দিন যখন শুটিং করেছি তখন মনে হয়েছে আমি রূপা মীর্জা ছিলাম। আশা করছি দর্শক আমার কাজ দেখে হতাশ হবেন না।

হেড অফ ডিজিটাল মিডিয়া মোহাম্মদ আবু নাসিম বলেন, দর্শকদের জন্যই দীপ্ত প্লে। সবার বিনোদনের কথা মাথায় রেখে দীপ্ত প্লেতে একদিকে যেমন অরিজিনাল ফিল্ম রিলিজ হচ্ছে তেমনই প্রতিদিনই আপ হচ্ছে দেশী বিদেশী সিরিজ। ‘পয়জন’ নতুন ধরনের গল্পের অরিজিনাল ফিল্ম। আশা করছি দর্শক এটি দারুণ উপভোগ করবেন।

মামুনুর রশিদ তানিম এর রচনায় ও সঞ্জয় সমদ্দারের পরিচালনায় ওয়েব ফিল্মটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন তানজিন তিশা। এছাড়াও আরো অভিনয় করেছেন আবু হুরায়রা তানভীর, টাইগার রবি, রওনক রিপন, আব্দুল্লাহ আল সেন্টু, এ কে আজাদ সেতু, এস এম সোহাগ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *