ঢাকা উত্তর সিটি কর্পোরেশন-ডিএনসিসি মেয়র মোঃ আতিকুল ইসলাম বলেছেন, মানবিক দায়িত্ববোধ থেকেই সুখে-দুঃখে সবসময় জনগণের পাশে থাকতে চাই- ২৩ আগস্ট দুপুরে ডিএনসিসির ১৬ নম্বর ওয়ার্ডে উত্তর কাফরুল উচ্চ বিদ্যালয় মাঠে কর্মহীন, গরীব, অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
ডিএনসিসি মেয়র শোকাবহ আগস্টে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ নিহত সকলকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে সকল শহীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
মোঃ আতিকুল ইসলাম বলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহযোগিতায় মানবিক প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে শুভেচ্ছা উপহার হিসেবেই আজ কর্মহীন, গরীব, অসহায় ও দুঃস্থ মানুষ মোট ১ হাজার জনের মাঝে চাল, ডাল, আলু, সয়াবিন তেল এবং লবন সম্বলিত ১ হাজার প্যাকেট বিতরণের ব্যবস্থা করা হয়েছে।
তিনি বলেন, করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারের পাশাপাশি ডিএনসিসির পক্ষ থেকেও জনকল্যাণমূলক সর্বাত্মক কার্যক্রম অব্যাহত রয়েছে।
ডিএনসিসি মেয়র বলেন, নৈতিক দায়িত্ববোধ থেকেই সমাজের বিত্তবানদেরকে বিপদের সময়ে মানুষের পাশে দাঁড়ানো উচিত।
তিনি আরও বলেন, “মাস্ক আমার, সুরক্ষা সবার” তাই আমাদের প্রত্যেককে সঠিকভাবে মাস্ক পরিধানসহ সরকারী নির্দেশনা এবং স্বাস্থ্যবিধিসমূহ যথাযথভাবে মেনে চলতে হবে।
প্রধান অতিথি হিসেবে নিজের গুরুত্বপূর্ণ বক্তৃতা শেষে ডিএনসিসি মেয়র কর্মহীন, গরীব, অসহায় ও দুঃস্থ মানুষের হাতে উপহার সামগ্রীর প্যাকেট তুলে দেন।
এসময় অন্যান্যের মধ্যে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্মল রঞ্জন গুহ, যুগ্ম সাধারণ সম্পাদক গাজী মেজবাউল আলম সাচ্চু এবং স্থানীয় কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।