মঙ্গলবার, সেপ্টেম্বর ১৭Dedicate To Right News
Shadow

ইথুন বাবুর কথা সুরে বিজয় মামুনের গান

Spread the love

প্রয়াত ব্যান্ড লিজেন্ড আইয়ুব বাচ্চুর ছাত্র ছিলেন বিজয় মামুন। কাজ করেছেন আইয়ুব বাচ্চুর আয়োজনে একাধিক মিক্সড অ্যালবামে। প্রায় ১৫ বছর আগে ইথুন বাবুর সাথে পরিচয় তার। পরিচয়টা করিয়ে দিয়েছিলেন আইয়ুব বাচ্চু নিজেই। এর আগে ইথুন বাবুর সাথে একসাথে বিভিন্ন স্টেজ শো করলেও এবারই প্রথম ইথুন বাবুর কথা সুর ও সঙ্গীতায়োজনে গান করলেন বিজয় মামুন। গানের শিরোনাম ‘পাখিটা উড়ে গেছে’। সম্প্রতি ইবি মিউজিক টিভি ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হয় ‘পাখিটা উড়ে গেছে’ গানটি।

গানটি প্রসঙ্গে বিজয় মামুন বলেন, অনেক দিন থেকেই বাবু ভাইয়ের কথা সুরে গান করার ইচ্ছা ছিলো। অবশেষে সে ইচ্ছাটা পুরণ হলো। বাবু ভাইয়ের কথা সুর নিয়ে নতুন করে বলার কিছু নেই। গানটি প্রকাশের পর শ্রোতা-দর্শকদের ইতবাচক মন্তব্যই আমাকে অনুপ্রেরণা দিচ্ছে।

ইথুন বাবু জানালেন, বিজয় মামুনের গায়কী আমাকে মুগ্ধ করে বরাবরই। প্রথমবার ওর সাথে কাজ করলাম। সামনে আরও কিছু কাজ আসছে আমাদের। মামুনের জন্য শুভ কামনা থাকলো।

উল্লেখ্য, বিজয় মামুন পাচঁ বছর কাজ করেছেন জনপ্রিয় ব্যান্ড ‘নোভা’য়। এরপর নিজেই তৈরি করেন নতুন ব্যান্ডদল ‘বিজয়’। স্টেজ শো, একক গানের পাশাপাশি বিজয় মামুন ব্যাস্ত আছেন তার নিজের ব্যান্ডের গান নিয়েও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *