“না তোকে বলতে পারি, না তোকে ভুলতে পারি; এ কেমন দো’টানা কে জানে” – এমনই কথার একটি চলচ্চিত্রের গানে কন্ঠ দিলেন কন্ঠশিল্পী মাহতিম সাকিব। গানটির গীত রচনা, সুরারোপ ও সঙ্গীত পরিচালনা করেছেন শাখাওয়াত হোসেন মারুফ। সাইদ রাসেল পরিচালিত “বিদেশ” শীর্ষক চলচ্চিত্রের এ গানটির সম্প্রতি ভয়েস রেকর্ড হয়ে গেলো ঢাকাস্থ একটি স্টুডিওতে।
গানটি প্রসঙ্গ মারুফ বলেন, চলচ্চিত্রে আমার গানের সংখ্যা খুবই কম। তবে সেগুলোর মধ্যে এই গানটি অবশ্যই ভিন্নমাত্রার। চলচ্চিত্রের গানে সব সময় গল্পকে কেন্দ্র করেই গান রচনা করি থাকি। তবে এ গানটির ক্ষেত্রে ভিন্ন ঘটনা ঘটেছে। গানটির কথা ও সুর বেশ আগেই করা হয়েছিল। ছবির পরিচালক তার গল্পের সাথে গানটির যথাযথ মিল খুঁজে পাওয়ায় গানটিকে ছবিতে সংযোজনের ইচ্ছা প্রকাশ করেন। ফলে গানটি তার মূল রূপেই ছবিতে সংযোজিত হয়েছে। আর মাহতিমও বেশ আবেগ দিয়েই গানটি গেয়েছে। আশা করি দর্শকশ্রোতাদের গানটি ভালো লাগবে।
মাহতিম বলেন, “মারুফ ভাইয়ের স্টুডিওতে গানটি যখন প্রথম শুনি, তখনই গানটি আমার ভালো লেগে যায়। আশা করি আমার শ্রোতাদেরও গানটি ভালো লাগবে। গানটিকে অনেকেই তাদের জীবনের সাথে কানেক্ট করতে পারবেন।”
উল্লেখ্য, ইতিপূর্বে মারুফের কথায় মাহতিমের “তোমায় আর ভাববো না” গানটিও বেশ শ্রোতাপ্রিয়তা পেয়েছিল।