‘তামাকজাত দ্রব্যের সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী বাস্তবায়ন- বর্তমান অবস্থা’ শীর্ষক গবেষণার ফল প্রকাশ
৯৬% সিগারেটের প্যাকেটে উৎপাদনের তারিখ দেওয়া হয় না, স্বাস্থ্য সর্তকবাণী বিধান এবং রাজস্ব ফাঁকি মনিটরিং সম্ভব হচ্ছে না
পণ্য মোড়কজাতকরণ বিধিমালা ২০২১ এবং ভোক্তা অধিকার আইন অনুসারে কোন পণ্যের মোড়কে উৎপাদনের তারিখ দেওয়া বাধ্যতামূলক হলেও সিগারেট কোম্পানীগুলো এই আইন একেবারেই মানছে না। ৫৯% ধোয়াবিহীন তামাকজাত দ্রব্যের (জর্দ্দা ও গুল) মোড়কে উৎপাদনের তারিখ পাওয়া গেলেও বিড়ি ও সিগারেটের প্যাকেটে সেই হার মাত্র ৩%। উৎপাদনের তারিখ না দেওয়ায় তামাক কোম্পানীগুলো কর ফাঁকির সুযোগ নিচ্ছে। পাশাপাশি তামাক নিয়ন্ত্রণ আইন অনুযায়ী নির্ধারিত সময়ে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী প্রদান না করার সুযোগও নিচ্ছে তারা। আজ ৩০ এপ্রিল ২০২৪ (মঙ্গলবার) সকাল ১১টায় গুলশানের হোটেল অ্যারিস্টোক্র্যাট ইন-এ টোব্যাকো কন্ট্রোল এন্ড রিসার্চ সেল (টিসিআরসি), ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভির্সিটি ও বাংলাদেশ তামাক বিরোধী জোট (বাটা)-এর আয়োজনে ‘তামা...